বিয়ের আসরে নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পাঠানো হয়েছিল সুসজ্জিত পারসেল। তা খুলতেই বিস্ফোরণ! ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বামী ও ঠাকুমা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি নববধূ। গতকাল দুপুরে ঘটনাটি ঘটে ওড়িশার পাটনাগড়ে।
ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, গত ১৮ ফেব্রুয়ারি সৌম্য শেখর সাহু ও রিমা সাহুর রিসেপশন ছিল। সেদিনই বাড়িতে একটি নাম-ঠিকানাহীন পারসেল আসে। গতকাল দুপুরে সেটি খোলার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান পাত্রের ঠাকুমা। হাসপাতালে প্রাণ হারিয়েছেন সৌম্য। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রিমা। পুলিসের ধারণা, স্থানীয় কেউই পারসেলটি ক্যুরিয়র মারফত পাঠিয়েছিল। ক্যুরিয়র বয় সহ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন