ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত দুই - Aaj Bikel
ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত দুই

ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত দুই

Share This

সল্টলেক সেক্টর ফাইভে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস সূত্রে খবর, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ এক বন্ধুর সঙ্গে সেক্টর ফাইভে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের উল্টোদিকে দাঁড়িয়েছিলেন ওই তরুণী। হঠাৎই সেখানে আসে পাঁচ যুবক ও এক যুবতি। 

তারা ওই তরুণীকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকে। সেখান থেকে চলে যেতে চাইলে এক যুবক তরুণীর হাত ধরে টান মারে বলে অভিযোগ। এরপরই ওই তরুণী তাঁর বন্ধুর সহযোগিতায় একজনকে ধরে ফেলে পুলিসের হাতে তুলে দেন। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কোন মন্তব্য নেই: