দুর্গাপুর : ঝুঁকি নিয়ে লাউ পাড়তে ছাদে উঠত পড়ুয়ারা।পড়ুয়াদের ছাদে ওঠা ঠেকাতে স্কুলের লাউ গাছ কেটে দিয়েছিল। আর লাউ গাছ কেটে দেওয়ার মাশুল, স্কুল থেকে মিড-ডে মিলের দুই রাঁধুনিকে বহিস্কার করার অভিযোগ উঠল স্কৃল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মামড়া বাজার ফ্রি-প্রাইমারি স্কুলে।
দুর্গাপুর মামড়া বাজার এলাকার ফ্রি-প্রাইমারি স্কুল। মিড-ডে মিলে সব্জির জন্য স্কুলেই লাগানো হয়েছিল লাউ গাছ। লতানো গাছ তুলে দেওয়া হয়েছিল স্কুলের ছাদে। গাছ থেকে রাঁধুনিরা লাউ পেড়ে মিড-ডি মিলের রান্না করত। স্কুলের বহিস্কৃত দুই মিড-ডে মিল রাঁধুনি অঞ্জু দে ও বর্নালি দে জানান," গত ২৭ জানুয়ারী স্কুলে গিয়ে দেখি চক্ষু চড়ক গাছ। পড়ুয়ারা নিজেরাই ছাদে উঠে লাউ পাড়ছে। সেখান থেকে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই কোনরকম ঝুঁকি না নিয়ে লাউ গাছ কেটে দিই।"
ওই রাঁধুনি অভিযোগে জানান," লাউ গাছ কেটে দেওয়ার জন্য স্কুল থেকে আমাদের বের করে দেওয়া হয়। এবং মামলা দেওয়ার হুমকিও দেয়।" তাঁরা আরও জানান,"পড়ুয়াদের দুর্ঘটনা হলে তার দায় হয়তো আমাদের ওপরই চেপে বসত। পড়ুয়াদের জীবনের থেকে কি লাউ গাছ বড়? ভাবতে পারছি না। মহকুমাশাসকের কাছে সুবিচারের দাবী জানিয়েছি।" যদিও ওই স্কুলের শিক্ষক দেবাশীষ চট্টোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে চাননি। তবে দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরা জানান," অভিযোগ পেয়েছি। স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিযোগকারীদের ডেকেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন