মিসিংদের পরম্পরাগত উৎসবে যোগ দিতে মাজুলি পৌঁছলেন মু্খ্যমন্ত্রী - Aaj Bikel
মিসিংদের পরম্পরাগত উৎসবে যোগ দিতে মাজুলি পৌঁছলেন মু্খ্যমন্ত্রী

মিসিংদের পরম্পরাগত উৎসবে যোগ দিতে মাজুলি পৌঁছলেন মু্খ্যমন্ত্রী

Share This

গুয়াহাটি  : মিসিং জনগোষ্ঠীর পরম্পরাগত উৎসব আলি-আয়ে-লৃগাং-এ যোগ দিতে মাজুলি গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। মাজুলির জেংরাইমুখ ময়দানে এই উৎসবের আয়োজন করেছে রাজ্যের সাংস্কৃতিক অধিকরণ এবং জেলা প্ৰশাসন। এখানেই মুখ্যমন্ত্ৰী উদ্বোধন করবেন অত্যাধুনিক দিবা-নৈশ ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার। তাছাড়া উন্নয়নমূলক কাৰ্যাবলির পাশাপাশি সুসংহত কাৰ্যালয় এবং আবাসন ভবনের শিলান্যাসও করবেন তিনি।

উল্লেখ্য, প্ৰতি বছর ফাল্গুন মাসের প্ৰথম বুধবার মিসিং জনগোষ্ঠীদের পরম্পরাগত উৎসব আলি-আয়ে-লৃগাং পালন হয়। উৎসবের দিন ঐনিতমের সুরে মুখরিত মিসিং জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলগুলো। উৎসবের মেজাজে মাতাল আবাল-বৃদ্ধ-বনিতা। সকল মিসিং জনগোষ্ঠীর মানুষজন পরম্পরা পোশাক পরিচ্ছদ পরে ছুটেছেন খোলা মাঠের দিকে, ঐনিতমের সুরে মত্ত হতে।

উৎসব উপলক্ষে গতকালই আজ মাজুলিতে স্থানীয় ছুটি ঘোঘণা করেছিল জেলা প্ৰশাসন। ছুটি বলে এদিন বন্ধ স্কুল-কলেজের পাশাপাশি সব সরকারি কাৰ্যালয়।

কোন মন্তব্য নেই: