গুয়াহাটিতে মহিলা ড্রাগস কারবারি আটক - Aaj Bikel
গুয়াহাটিতে মহিলা ড্রাগস কারবারি আটক

গুয়াহাটিতে মহিলা ড্রাগস কারবারি আটক

Share This

গুয়াহাটি  : গুয়াহাটি মহানগরের হাতিগাঁওয়ে এক মহিলাকে বহু পরিমাণের ড্ৰাগস-সহ আটক করেছে পুলিশ। দৃত মহিলাকে কুঞ্জলতা দেবী বলে পরিচয় পাওয়া গেছে।

সূত্র জানিয়েছে, নির্ভরযোগ্য এক তথ্যের ভিত্তিতে মহানগরের সাতগাঁও থানার পুলিশ হাতিগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে ড্রাগস কারবারি মহিলাকে প্রথমে ক্রেতার বেশে ড্রাগস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন জনৈক পুলিশ অফিসার। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর তার কাছেই ড্রাগস পাওয়া যাবে বলে স্বীকার করে কুঞ্জলতা। টাকা দিয়ে ড্রাগসগুলি যেই পুলিশ অফিসারের হাতে তুলে দেবে তখনই আশপাশে অবস্থানকারী পুলিশের দল এসে তাকে ঘিরে ধরে।

পরে তার ভারাঘরে হানা দিয়ে নেশাদ্রব্য ভরতি ১০টি কন্টেনার বাজেয়াপ্ত করে সাতগাঁও থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনা শুক্রবারের হলেও সে কোথা থেকে ড্রাগস আমদানি করে খদ্দেরের হতে তুলে দেয় সে সম্পর্কে তথ্য আদায় করতে আজ শনিবার পর্যন্ত টানা জেরা করা হচ্ছে কুঞ্জলতা দেবীকে। তার স্বীকারোক্তির ভিত্তিতে অ্যান্টি নারকোটিক আইনের বলে কুঞ্জলতা দেবীর বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ করেছে সাতগাঁও পুলিশ।

কোন মন্তব্য নেই: