শিক্ষক নিয়োগের জট কাটাতে অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি - Aaj Bikel
শিক্ষক নিয়োগের জট কাটাতে অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি

শিক্ষক নিয়োগের জট কাটাতে অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি

Share This

আজ বিকেল: আদালত আগেই নির্দেশ দিয়েছে৷ কিন্তু, তাতেও সম্পূর্ণ হয়নি নিয়োগ প্রক্রিয়ার কাজ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মালদহে জেলাশাসকের দফতরের সামনে টানা এক সপ্তাহ ধরে অনশনে বসেছেন প্রায় শতাধিক প্রাথমিক শিক্ষক পদের চাকুরিপ্রার্থী৷ টানা সাত দিনের অনশনের জেরে ইতিমধ্যেই বেশ কয়েকজনের চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন৷ শিক্ষক নিয়োগের দাবিতে লাগাতার অনশন কর্মসূচি চললেও এখনও ঘুম ভাঙেনি মালদহ প্রশাসনের৷ আর তার জেরেই এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আন্দোলকারিরা৷ 

শিক্ষা ও  চাকরির  খবরের সমস্ত আপডেট জানতে  ফেসবুক পেজ লাইক করুন৷

 


অনশনরত চাকরিপ্রার্থী নীলা বিশ্বাসের দাবি, ‘‘আমাদের শেষ আশা নিয়ে এখনেই বসে আছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন৷ তাঁর কাছেই আমাদের শেষ আশা৷ তাঁরা যেন আমাদের দিকে একটু তাকান ও নিয়োগের ব্যবস্থা করেন৷’’ শৈবাল মণ্ডল নামের আরও এক চাকরিপ্রার্থীর অভিযোগ, ‘‘আমরা মনে করি আমাদের আর কোনও পথ নেই৷ আমাদের এই অনশনের পেছনে একটাই কারণ, আমরা যে সাত বছরের বঞ্চনার শিকার হলাম, যখন আমরা বর্তমান চেয়ারম্যান আশিস কুণ্ডুর হাতে কোর্টের নির্দেশ তুলে দিলাম, তা সত্ত্বেও তিনি কেন আমাদের নিয়োগ দিচ্ছে না কেন?’’

শনিবার দুপুরে মালদহ বৃন্দাবন ময়দানের পাশে গান্ধী মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে হাজির হন সাংসদ মহম্মদ সেলিম৷ এদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি৷ শোনেন চাকরিপ্রার্থীদের আভিযোগ৷ পরে সেলিম বলেন, ‘‘সরকার ওদের পাশে নেই৷ আদালত ওদের পাশে দাঁড়িয়েছে৷ আদালত প্যানেল প্রকাশ করতে বলেছে৷ কিন্তু, আদালতের নির্দেশ মানা হয়নি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে মালদহ ভ্রমণ করতে এসেছেন৷ কোটি কোটি টাকা খরচ করেছেন৷ কিন্তু, অভাব-অভিযোগ-সমস্যা নিয়ে আলোচনা করতে রাজি হয়নি৷ সরকারের উচিত তাঁদের সঙ্গে কথা বলা৷’’   

অভিযোগ, ২০০৯-১০ সালে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা আজ, রবিবার থেকে আমরণ অনশনে বসেন তাঁরা৷ ওই চাকরিপ্রার্থীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালত তাঁদের নিয়োগের নির্দেশ দিলেও মালদহ জেলার তরফে তা কার্যকর করা হয়নি। আর এরই প্রতিবাদে তাঁরা আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন এক চাকরিপ্রার্থী বলেন, ‘‘ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আমরা অনশন করব৷ তাতে যদি মৃত্যু আসে আসুক৷মৃত্যু আসুক, তবুও শিক্ষক নিয়োগের দাবি থেকে পিছু হটব না৷’’

২০০৯-১০ সালের ওই চাকরিপ্রার্থীরা সমস্ত স্তরে উত্তীর্ণ হওয়ার পরে চূড়ান্ত তালিকাভুক্ত হলেও নানা কারণে নিয়োগপত্র পাননি। ২০১৫ সাল থেকে তাঁরা ধারাবাহিকভাবে মালদহে আন্দোলন করছেন। সম্প্রতি চাকরিপ্রার্থীরা আদালতের নির্দেশনামা নিয়ে দাবি করেন, আদালত তাদের নিয়োগের নির্দেশ দিয়েছে। কিন্তু বাস্তবে সরকার তা কার্যকর করেনি। এই অভিযোগেই আজ, রবিবার থেকে তাঁরা আমরণ অনশনের বসার ডাক দিয়েছে। সম্প্রতি চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে কংগ্রেস আন্দোলনে নেমেছিল।



আরও পড়ুন- গত পাঁচ বছরে সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ আসছে এপ্রিলে  
আরও পড়ুন- রাজ্যে ৭২ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা! সঙ্গে ১৮% বেতন বৃদ্ধির প্রস্তাব 
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের দাবিতে এবার আমরণ অনশনের ডাক
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের দাবিতে এবার আমরণ অনশনের ডাক
আরও পড়ুন- রাজ্যে ৭২ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা! সঙ্গে ১৮% বেতন বৃদ্ধির প্রস্তাব
আরও পড়ুনউচ্চ প্রাথমিকের ‘কাটা ঘায়ে নুন’ ছেটাল শিক্ষক নিয়োগের নয়া মেধাতালিকা
আরও পড়ুন- চাকরি খোয়াতে পারেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক
আরও পড়ুন- চাকরি খোয়াতে পারেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক 
আরও পড়ুন- স্কুলে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ হচ্ছে না: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন- ১ লক্ষ ৫২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল 
আরও পড়ুন- চাকরি খোয়াতে পারেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক
আরও পড়ুন- চূড়ান্ত অচলাবস্থা কলকাতা হাইকোর্টে, বন্ধ মামলার শুনানি 
আরও পড়ুন-
 ৬২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় রেলের  
আরও পড়ুন
মমতার এক কোটি কর্মসংস্থানে মোদীর শিলমোহর  
আরও পড়ুন- রেলের গ্রুপ ডি পদে আবেদন বাতিল হাওয়ার সম্ভাবনা রুখবেন কীভাবে?  
আরও পড়ুনরাজ্যে বেকার এবার ভাড়া করে আনতে হবে
আরও পড়ুন- কারা কারা ফেসবুক করেনএবার আরও বেশি করে করুনমমতা
আরও পড়ুন- স্থায়ী চাকরি এবার উধাওছাঁটাইয়ের পথ পরিষ্কার
আরও পড়ুনসংসদের বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সমস্যায় রাজ্যের কয়েক হাজার শিক্ষক
আরও পড়ুনUGC-NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তনবদলে যাচ্ছে পুরানো পদ্ধতি 
আরও পড়ুনক্লাবে মোটা অনুদানকিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ 
আরও পড়ুনশিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করেছে কমিশন
আরও পড়ুনশিক্ষক নিয়োগে জোড়া মেধাতালিকা প্রকাশকপাল খুলবে ১৩ হাজার
আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদানকিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ 
 

কোন মন্তব্য নেই: