শিক্ষিকার মারে মুখ ফাটল চতুর্থ শ্রেণির এক ছাত্রের - Aaj Bikel
শিক্ষিকার মারে মুখ ফাটল চতুর্থ শ্রেণির এক ছাত্রের

শিক্ষিকার মারে মুখ ফাটল চতুর্থ শ্রেণির এক ছাত্রের

Share This


বারাকপুর  : শ্রেণি শিক্ষিকার মারে মুখ ফাটল চতুর্থ শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাকপুরের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার অভিভাবকরা।

আহত ছাত্রের নাম মৈনাক ভট্টাচার্য। তার বাড়ি বেলঘরিয়ার দেশপ্রিয় নগর এলাকায়। অভিযোগ, বুধবার ক্লাসে ওই শিক্ষিকা মৈনাককে একটি প্রশ্ন করেন। বাংলার বদলে ইংরাজিতে উত্তর দিতে বলেন তিনি। মৈনাক সেই প্রশ্নের উত্তর ইংরাজির বদলে বাংলায় দেয়। এরপরই অভিযুক্ত শিক্ষিকা মৈনাককে মারধর করেন। মৈনাকের মুখে গুরুতর চোট লাগে। শুধু তাই নয়, বাড়িতে মারধরের কথা বলতে বারণ করেন শিক্ষিকা। স্কুল ছুটির পর রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে মৈনাক। বিষয়টি নজরে আসে তার মায়ের। ছেলেকে জিজ্ঞাসাবাদ করে মারধরের বিষয়টি জানতে পারেন তিনি। এরপরই মৈনাককে কামারহাটির সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারাকপুর থানায় অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৈনাকের অভিভাবকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুল ছুটি হয়ে যাওয়ায় অভিযুক্ত শিক্ষিকার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই: