কালাবুরাগী : এক অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী আগুন ধরিয়ে দিল এক ডাক্তারের গাড়িতে। রবিবার সকালে হাসপাতালের পার্কিং লটে নিজের গাড়ি পার্ক করে হাসপাতালের ভেতরে নিজের কর্তব্য সম্পাদন করতে চলে যান চিকিৎসক অজয়। পরে এক দুষ্কৃতী চিকিৎসকের ফাঁকা মারুতি-৮০০ গাড়িটিকে আগুন ধরিয়ে দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী রূপালি রঙে মারুতি-৮০০ গাড়িটিকে তরল কিছু পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে পালিয়ে যান। পরে দমকল এসে আগুন নিভিয়ে দেন। ঘটনাস্থলে আসে পুলিশ ও ফরেনসিক বিভাগের তদন্তকারী আধিকারিকরা। এরপরে চিকিৎসক অজয় বলেন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি আগুন লাগার ঘটনা তাকে ফোনে জানান।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে রবিবার সকাল ৬:০৩ মিনিট নাগাদ আগুন লাগে। এই নিয়ে এই রকম ঘটনা রাজ্যে আটবার ঘটল। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন