রাম মন্দির ইস্যুকে সমর্থন করার জন্য এক মহিলার বাড়ি পোড়াল দুষ্কৃতীর দল - Aaj Bikel
রাম মন্দির ইস্যুকে সমর্থন করার জন্য এক মহিলার বাড়ি পোড়াল দুষ্কৃতীর দল

রাম মন্দির ইস্যুকে সমর্থন করার জন্য এক মহিলার বাড়ি পোড়াল দুষ্কৃতীর দল

Share This


হাপুর : অযোধ্যায় রাম মন্দির নিমার্ণের স্বপক্ষে সওয়াল করেছিলেন। সেই অপরাধে ইকরা চৌধুরী নামে এক মহিলার বাড়ি পুড়িয়ে দিল একদল দুষ্কৃতী। এই বিষয়ে ইকরা চৌধুরী বলেন, ‘৬ ডিসেম্বর জেলাশাসকের কাছে রাম মন্দির সংক্রান্ত একটি স্মারক লিপি দিই। এরপর থেকে আমাকে এই বিষয়ে নাক না গলানোর জন্য ক্রমাগত হুমকি দেওয়া হয়। এবং আমাকে হাপুর ছেড়ে চলে যেতেও বলা হয়। যারা আমাকে হুমকি দিচ্ছে তারা আমাকে খুনও করতে পারে।'

গত সোমবার ইরকা চৌধুরীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতী। এর পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে মুসলিম ওম্যান হ্যারাসমেন্ট সেলের জেলা প্রধান ইকরা চৌধুরী। এই বিষয়ে তিনি বলেন, তার অগ্নিদগ্ধ বাড়িতে একটি হুমকি চিঠি দুষ্কৃতীরা রেখে যায় যেখানে লেখা থাকে ‘এবার তোমার রামকে ডাকো’। সেই চিঠিটি পুলিশের কাছে জমা দিয়েছেন ইকরা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও বৃহস্পতিবার ইকরার অভিযোগ করেন চার দিন হয়ে গেলেও কোনও অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। তার অভিযোগ পুলিশ বিষয়টি চেপে দেওয়ার চেষ্টা করছে। যদিও হাপুরের পুলিশের ডেপুটি সুপার রাজেশ কুমার বলেন, বিষয়টি তদন্ত করছে পুলিশ।

কোন মন্তব্য নেই: