পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত ১ শিশু - Aaj Bikel
পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত ১ শিশু

পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত ১ শিশু

Share This


মথুরা : পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ের মাঝে প ড়ে নিহত এক আট বছরের শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোহনপুরে। গোপন সূত্রে পুলিশ খবর পায় মোহনপুরের ধানখেতের লুকিয়ে রয়েছে একদল দুষ্কৃতী। এর পরেই ওই দুষ্কৃতীদের গ্রেফতার করতে ঘটনাস্থলে আসসে পুলিশ। দুষ্কৃতীরা পুলিশকে দেখতে পেয়ে গুলি চালাতে থাকে। পাল্টা জবাব দেয় পুলিশ। দুই তরফে গুলির লড়াইয়ের মাঝখানে পড়ে মারা যায় নার্সারিতে পড়া আট বছরের মাধব। এই ঘটনার পরেই তড়িঘড়ি করে এলাকা থেকে চম্পট দেয় পুলিশ এবং দুষ্কৃতীর দল।

ঘটনাস্থল থেকে মাধবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তার বাড়ির লোক। সেখানে হাসপাতালের চিকিৎসকেরা মাধবকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকেরা জানায় ক্ষত জায়গা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয় মাধবের। প্রত্যক্ষদর্শীরা জানায় যে সময় গুলির লড়াই চলছিল সেই সময় মাধব খেলছিল। নিজের সন্তানের মৃত্যুর জন্য পুলিশের দিকে অভিযোগের আঙুল তোলে পরিবারের লোক। যদিও এই অভিযোগ মানতে নারাজ পুলিশ। এই বিষয়ে পুলিশ সুপার স্বপনীল মামগাঈ বলেন গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনাকে দুঃখজনক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ সুপার। প্রশাসনের তরফ থেকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষনা করা হয়েছে। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই: