২০ কোটি পর্যন্ত নামতা বলতে পারে বিস্ময় এই বালক! কীভাবে জানেন? - Aaj Bikel
২০ কোটি পর্যন্ত নামতা বলতে পারে বিস্ময় এই বালক! কীভাবে জানেন?

২০ কোটি পর্যন্ত নামতা বলতে পারে বিস্ময় এই বালক! কীভাবে জানেন?

Share This

লখনউ : উত্তরপ্রদেশের সাহারানপুরে খোঁজ পাওয়া গেল এক বিস্ময় বালকের। চিরাগ সিং নামে অষ্টম শ্রেণীতে পড়া এই ছাত্র ২০ কোটি পর্যন্ত নামতা না দেখে বলতে পারে। এই নামতা বলা সময় তার কোনও অসুবিধা হয় না বলে জানায় তার বাবা-মা। তার এই বিস্ময় প্রতিভার জন্য ইতিমধ্যেই গোটা জেলাজুড়ে বিখ্যাত হয়ে উঠেছেন চিরাগ। আগামীদিনে বিজ্ঞানী হয়ে দেশ এবং বাবা-মাকে গর্বিত করতে চায় সে। এই বিস্ময় প্রতিভার জন্য এইটুকু বয়সে একাধিক পুরস্কার পেয়েছে চিরাগ।

এক সাক্ষাৎকারে চিরাগ বলে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিজের গ্রামে আমন্ত্রণ করতে চান চিরাগ। অন্যদিকে, চূড়ান্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করে চলেছে চিরাগ ও তার পরিবার। দুইবেলা খাবার জোটাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে চিরাগের বাবা-মাকে। সেই পরিস্থিতির থেকে চিরাগের বিস্ময় বালক হিসেবে উঠে আসেটা বেশ চমকপ্রদ। এই বিষয়ে চিরাগের বাবা নরেন্দ্র সিং বলেন, আমরা গরিব কিন্তু ওকে বিজ্ঞানী বানানোর জন্য যা করার তাই করব। আশা করব ও দেশের গর্ব হয়ে উঠবে।’

কোন মন্তব্য নেই: