২০ বছর বয়সী এক তরুণীর ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য হরিয়ানায়, প্রশ্নের মুখে নারীদের নিরাপত্তা - Aaj Bikel
২০ বছর বয়সী এক তরুণীর ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য হরিয়ানায়, প্রশ্নের মুখে নারীদের নিরাপত্তা

২০ বছর বয়সী এক তরুণীর ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য হরিয়ানায়, প্রশ্নের মুখে নারীদের নিরাপত্তা

Share This


ফতেহাবাদ   : দীর্ঘদিন ধরেই হরিয়ানায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়ে চলায় চিন্তিত প্রশাসন। এবার প্রশাসনের শীর্ষে থাকা কর্তাদের চিন্তার ভাঁজ বাড়িয়ে ফের এক ধর্ষণের ঘটনা ঘটল হরিয়ানায়। ফতেহাবাদের ভুথান গ্রামে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
সূত্রের দাবি বুধবার বাড়িতে একা ছিল ওই তরুণী ঠিক সেই সময় তরুণীর উপর চড়াও হয়ে তাকে ধর্ষণ করে দুই ব্যক্তি। অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ওই তরুণী। পরে পুলিশের পক্ষ থেকে তরুণীর মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে আনা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তরা এখনও ফেরার। তাদের ধরার জন্য বিশেষ দল গঠন করেছে পুলিশ। বৃহস্পতিবার এই বিষয়ে ফতেহাবাদের মহিলা পুলিশ থানার আধিকারিক বিমলা দেবী বলেন, ‘যত শীঘ্র সম্ভব অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

রাজ্যে নারীদের প্রতি বেড়ে চলা অপরাধের জন্য মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর পুলিশের তিন আইজি স্থানীয় আধিকারিকদের বুধবার বদলি করেন। পরে জনগণকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন মহিলাদের নিরাপত্তার জন্য ১০০ এবং ১০৯০ ডায়ালের ব্যবস্থা করা হয়েছে। বিপদে পড়লে এই নম্বরে পুলিশের কাছে সাহায্য চাওয়া যাবে।পাশাপাশি ধর্ষণের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসনের তরফ থেকে বিশেষ আদালতেরও ব্যবস্থা করা হয়েছে

কোন মন্তব্য নেই: