কলকাতা : সাত সকালে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাবড়া লোকাল| পাশাপাশি বেশ কিছু সময়ের জন্য আটকে গেল বাংলাদেশগামী বন্ধন এক্সপ্রেসও| বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে বাগজোলা খাল সংলগ্ন এলাকায় বনগাঁ শাখার আপ লাইনে রেললাইনে ফাটল ধরা পড়ে| কিছুক্ষণের মধ্যেই ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল হাবড়া লোকাল এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের| তার আগেই রেললাইনে ফাটল ধরা পড়ায় হাবড়া লোকাল ট্রেনটি দাঁড়িয়ে যায়| সম্ভবত রেললাইনের ধারের বাসিন্দারা রেললাইনে ফাটল দেখে হাবড়া লোকালের চালককে সতর্ক করে দেন| হাবড়া লোকালের পিছনেই আসছিল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস| রেললাইনে ফাটলের জেরে দমদম স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় বন্ধন এক্সপ্রেসকে|
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বনগাঁ শাখার আপ লাইন দিয়ে হাসনাবাদ লোকাল যাওয়ার পরই বিকট শব্দ শোনা যায়| বিকট শব্দ শুনে রেললাইনে ধারে চলে আসেন স্থানীয় বাসিন্দারা| তাঁরা দেখেন, বাগজোলা খাল সংলগ্ন এলাকায় রেললাইন ফেটে গিয়েছে| কিছুক্ষণের মধ্যেই ওই লাইনে চলে আসে হাবড়া লোকাল| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় লাল কম্বল দেখিয়ে হাবড়া লোকালের চালককে সতর্ক করা হয়| হাবড়া লোকালের পিছনেই আসছিল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস| রেললাইনে ফাটলের জেরে দমদম স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় বন্ধন এক্সপ্রেসকে| পরে ঘটনাস্থলে এসে রেললাইন মেরামতির কাজ শুরু করে দেন রেলের ইঞ্জিনিয়ার ও রেল কর্মীরা| প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয় রেল পরিষেবা| এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি|
সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার কলকাতা এবং খুলনার মধ্যে চলাচল করে বন্ধন এক্সপ্রেস| কিন্তু, এদিন সকালে রেললাইনে ফাটলের জেরে বেশ কিছুক্ষণ দমদম স্টেশনে আটকে থাকল বন্ধন এক্সপ্রেস| সাত সকালেই দুর্ভোগে পড়লেন বহু রেল যাত্রী| তবে, রেল কর্তৃপক্ষের দাবি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন