দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে রেললাইনে ফাটল, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাবড়া লোকাল - Aaj Bikel
দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে রেললাইনে ফাটল, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাবড়া লোকাল

দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে রেললাইনে ফাটল, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাবড়া লোকাল

Share This

কলকাতা : সাত সকালে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাবড়া লোকাল| পাশাপাশি বেশ কিছু সময়ের জন্য আটকে গেল বাংলাদেশগামী বন্ধন এক্সপ্রেসও| বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে বাগজোলা খাল সংলগ্ন এলাকায় বনগাঁ শাখার আপ লাইনে রেললাইনে ফাটল ধরা পড়ে| কিছুক্ষণের মধ্যেই ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল হাবড়া লোকাল এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের| তার আগেই রেললাইনে ফাটল ধরা পড়ায় হাবড়া লোকাল ট্রেনটি দাঁড়িয়ে যায়| সম্ভবত রেললাইনের ধারের বাসিন্দারা রেললাইনে ফাটল দেখে হাবড়া লোকালের চালককে সতর্ক করে দেন| হাবড়া লোকালের পিছনেই আসছিল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস| রেললাইনে ফাটলের জেরে দমদম স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় বন্ধন এক্সপ্রেসকে|

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বনগাঁ শাখার আপ লাইন দিয়ে হাসনাবাদ লোকাল যাওয়ার পরই বিকট শব্দ শোনা যায়| বিকট শব্দ শুনে রেললাইনে ধারে চলে আসেন স্থানীয় বাসিন্দারা| তাঁরা দেখেন, বাগজোলা খাল সংলগ্ন এলাকায় রেললাইন ফেটে গিয়েছে| কিছুক্ষণের মধ্যেই ওই লাইনে চলে আসে হাবড়া লোকাল| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় লাল কম্বল দেখিয়ে হাবড়া লোকালের চালককে সতর্ক করা হয়| হাবড়া লোকালের পিছনেই আসছিল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস| রেললাইনে ফাটলের জেরে দমদম স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় বন্ধন এক্সপ্রেসকে| পরে ঘটনাস্থলে এসে রেললাইন মেরামতির কাজ শুরু করে দেন রেলের ইঞ্জিনিয়ার ও রেল কর্মীরা| প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয় রেল পরিষেবা| এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি|

সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার কলকাতা এবং খুলনার মধ্যে চলাচল করে বন্ধন এক্সপ্রেস| কিন্তু, এদিন সকালে রেললাইনে ফাটলের জেরে বেশ কিছুক্ষণ দমদম স্টেশনে আটকে থাকল বন্ধন এক্সপ্রেস| সাত সকালেই দুর্ভোগে পড়লেন বহু রেল যাত্রী| তবে, রেল কর্তৃপক্ষের দাবি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি|

কোন মন্তব্য নেই: