জৌনপুর : উত্তর প্রদেশের জৌনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পূণ্যার্থীবোঝাই একটি ট্রাক| দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে মোট ৩০ জন পূণ্যার্থী ছিলেন| জৌনপুরের বদলাপুরের কাবেলি গ্রামের কাছে পূণ্যার্থীবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় গুরুতর আহত হয়েছেন দু’জন পূণ্যার্থী|
আহতদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, অন্তত ৩০ জন পূণ্যার্থীকে নিয়ে ‘অভিশপ্ত’ ট্রাকটি অযোধ্যা থেকে কাশি অভিমুখে যাচ্ছিল|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন