অনুপ্রবেশের চেষ্টা বানচাল, উরি সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম পাঁচ জইশ জঙ্গি - Aaj Bikel
অনুপ্রবেশের চেষ্টা বানচাল, উরি সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম পাঁচ জইশ জঙ্গি

অনুপ্রবেশের চেষ্টা বানচাল, উরি সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম পাঁচ জইশ জঙ্গি

Share This


শ্রীনগর : কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| একইসঙ্গে ভেস্তে গেল সন্ত্রাসবাদীদের ফিদাঁয়ে হামলার ছক| অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়ে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে, নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে পাঁচ জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদী| জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এস পি বৈদ জানিয়েছেন, সোমবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের দুলানজা-উরি সেক্টর দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা| জঙ্গিদের সেই চেষ্টা ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী ও সিএপিএফ-এর যৌথ অভিযানে খতম হয়েছে পাঁচ সন্ত্রাসবাদী| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, নিহত জঙ্গিরা জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সদস্য|

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রা জানিয়েছেন, সোমবার ভোররাতে দুলানজা-উরি সেক্টর দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা| সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে তীব্র গুলি বিনিময় শুরু হয় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী ও সিএপিএফ-এর| এনকাউন্টারে খতম হয়েছে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের পাঁচ সদস্য| নহত পাঁচ সন্ত্রাসবাদীর কাছ থেকে পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে, তাতে বোঝা যাচ্ছে নতুন বছরের প্রথম মাসে ফিদাঁয়ে হামলার পরিকল্পনা ছিল তাদের| নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ সন্ত্রাসবাদীর মৃত্যু প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘নিরাপত্তা বাহিনীকে আমার অভিনন্দন|’

উল্লেখ্য, এর আগে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় আতঙ্কবাদীরা| পুলিশ কর্তারা মনে করছেন, এবারও একই ধাঁচে হামলা চালানোর পরিকল্পনা ছিল নিহত জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের| যদিও নিরাপত্তা বাহিনীর তত্পরতায় জঙ্গিদের সেই চেষ্টা ভেস্তে গিয়েছে| গোটা এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান|

কোন মন্তব্য নেই: