অটো-রিক্সা ও ট্রাকের জোরালো সংঘর্ষ, ৪ শিশু সহ মৃত ১১ - Aaj Bikel
 অটো-রিক্সা ও ট্রাকের জোরালো সংঘর্ষ, ৪ শিশু সহ মৃত ১১

অটো-রিক্সা ও ট্রাকের জোরালো সংঘর্ষ, ৪ শিশু সহ মৃত ১১

Share This


গুমলা  : ঝাড়খণ্ডের গুমলা জেলায় অটো-রিক্সা ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল অন্তত ১১ জনের| ভয়াবহ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৫ জন| মৃতদের মধ্যে ৫ জন মহিলা ও ৪টি শিশু রয়েছে| রবিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গুমলা জেলায়, ৪৩ নম্বর জাতীয় সড়কের উপর পালমাদিপা গ্রামের সন্নিকটে|

সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অংশুমান কুমার জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষ্যে রবিবার গুমলা জেলার বেরো এলাকায় মেলার আয়োজন করা হয়েছিল| রবিবার রাতে অটো-রিক্সায় চেপে মেলা থেকে ভার্নো এলাকায় ফিরছিলেন বেশ কয়েকজন| রাতের অন্ধকার ও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ৪৩ নম্বর জাতীয় সড়কের উপর পালমাদিপা গ্রামের সন্নিকটে অটো-রিক্সা ও ট্রাকের জোরালো সংঘর্ষ হয়| দুর্ঘটনার জেরে অটো-রিক্সাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে| দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৫ জন মহিলা ও ৪টি শিশু সহ অন্তত ১১ জনের| গুরুতর আহত অবস্থায় কমপক্ষে পাঁচ জনকে প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হলে প্রত্যেককেই রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এ ভর্তি করা হয়েছে| ভয়াবহ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ডেপুটি কমিশনার এস সহায় এবং সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অংশুমান কুমার|

কোন মন্তব্য নেই: