৪৭ বছর পর মাধ্যমিক স্কুলে উন্নীত হল জঙ্গল মহলের জুনিয়ার হাইস্কুল - Aaj Bikel
৪৭ বছর পর মাধ্যমিক স্কুলে উন্নীত হল জঙ্গল মহলের জুনিয়ার হাইস্কুল

৪৭ বছর পর মাধ্যমিক স্কুলে উন্নীত হল জঙ্গল মহলের জুনিয়ার হাইস্কুল

Share This


স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: প্রায় পঞ্চাশ বছরের দাবি মেনে বাঁকুড়ার খাতড়া ব্লকের নগড়ি জুনিয়র হাই স্কুলকে মাধ্যমিকেস্তরে উন্নীত করা হল৷ মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদনের পর বুধবার মাধ্যমিক স্তরের পঠন পাঠনের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা৷ স্কুল চত্বরে এ বিষয়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক পঙ্কজ সরকারসহ স্থানীয়রা৷ 

উদ্বোধনী ভাষণে মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, ‘‘দীর্ঘ ৪৭ বছর আগে প্রত্যন্ত গ্রামের এই স্কুল তৈরি হয়েছে৷ এ থেকেই বোঝা যায় এই গ্রাম ও এলাকার মানুষ কতোটা সমাজ সচেতন। মানুষের দীর্ঘদিনের দাবি থাকা স্বত্বেও মাঝের ৩৪ বছর রাজ্যে ক্ষমতায় বাম সরকার সাধারণ মানুষের এই ন্যায্য দাবিকে মান্যতা দেয়নি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা, মাটি, মানুষের সরকার সব সময় মানুষের পাশে আছে৷ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প সবেতেই তাঁর সমান নজর রয়েছে৷ সেকারণেই বাঁকুড়ার নগড়ী গ্রামের এই স্কুলটিকে মাধ্যমিক স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাতে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা বাড়ির সামনের স্কুল থেকেই মাধ্যমিক উত্তীর্ণ হতে পারে তার ব্যবস্থা করা হয়েছে৷’’ 

স্থানীয়রা জানিয়েছেন, নগড়ি জুনিয়ার হাইস্কুলটিকে দীর্ঘদিন মাধ্যমিক স্তরে উন্নীত করার দাবি ছিল। প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন করেও কোন কাজ হয়নি। গ্রামের ছেলে মেয়েদের অষ্টম শ্রেণির পর দীর্ঘ জঙ্গল পথ পেরিয়ে কেশিয়া হাই স্কুল অথবা শিলাবতী নদী পেরিয়ে প্রায় দশ কিলোমিটার দূরে হাড়মাসড়া হাই স্কুলে পড়তে যেতে হতো। বর্ষাকালে হাড়মাসড়া হাই স্কুলে পড়তে যাওয়াটা আরও কষ্টের ছিল। নদীতে জল থাকার কারণে তখন প্রায় ১২ কিলোমিটার ঘুরে ছাত্র ছাত্রীরা স্কুলে যেতো। এখন বাড়িতে থেকেই গ্রামের ছেলে মেয়েরা মাধ্যমিক পাশের সুযোগ পাবে৷ খুশি গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা৷ 

কোন মন্তব্য নেই: