স্টাফ রিপোর্টার, বর্ধমান: বেসরকারি বিটেক কলেজের
দ্বিতীয় বর্ষের
ছাত্র সুমিত
বন্দোপাধ্যায় (২২)-এর রহস্যমৃত্যুকে কেন্দ্র
করে চাঞ্চল্য
ছড়াল বর্ধমানের বুদবুদে৷ ছেলের মৃত্যুর
ঘটনায় বাবা
মানিক বন্দোপাধ্যায়
সুমিতের এক
বান্ধবী এবং
এক সহপাঠির
বিরুদ্ধে খুনের
অভিযোগ করেছেন
বর্ধমান থানায়৷ অভিযোগ দায়ের হলেও এখনও কেউ
গ্রেফতার
হয়নি৷
মানিকবাবু জানিয়েছেন, গত
৩০ ডিসেম্বর
সকালে শক্তিগড়
থানার প্যামড়ার
বাসিন্দা ওই ছাত্র বাড়ি
থেকে বেড়িয়ে
যায় এক
বন্ধুর সঙ্গে
দেখা করতে
যাবার নাম
করে৷ পরে
সুমিতের এক
বন্ধু ও
বান্ধবী তাঁকে
বাড়িতে দিয়ে
যায় জাতীয়
সড়কের পাশে
অসুস্থ হয়ে
পড়া ও বমি করতে
থাকার কথা
বলে৷ সুমিত
তাঁর বাড়ির
লোকজনদের জানায়, বন্ধুদের দেওয়া ঠাণ্ডা
পানীয় খাবার
পর থেকেই
তার গলায়
যন্ত্রণা শুরু
হয়৷ এরপর
তাকে বর্ধমানের
বিভিন্ন চিকিত্সককে
দেখানো হয়৷ কিন্তু তাতেও
সুরাহা না
হওয়ায় শেষ
পর্যন্ত কলকাতার
বাইপাশে একটি
বেসরকারি হাসপাতালে ভর্তি
করা হয়
সুমিতকে৷
গত শনিবার সেখানেই
মৃত্যু হয়৷ মৃত্যুর কারণ সম্পর্কে
চিকিত্সকরা জানিয়েছেন, বিষাক্ত কিছু খাবার
কারণেই সুমিতের
খাদ্যনালী ক্ষতিগ্রস্থ হয়৷ সে কারণেই
তার মৃত্যু
হয়েছে বলে
প্রাথমিকভাবে অনুমান৷ এদিকে, ছেলের
এই মৃত্যুর
ঘটনায় যে
দুজনের নামে
অভিযোগ দায়ের
করা হয়েছে
তাদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি
করেছেন মানিকবাবু৷ যদিও বর্ধমান থানার
পুলিশ সূত্রে
জানা গিয়েছে, এই
ঘটনায় তদন্ত
শুরু হয়েছে৷ তবে এখনও
পর্যন্ত কাউকে
গ্রেফতার
করা যায়নি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন