সংবিধান তৈরির পেছনে এই ১১টি কারণ না জানালে বুঝবেন না দেশপ্রেম কী? - Aaj Bikel
সংবিধান তৈরির পেছনে এই ১১টি কারণ না  জানালে বুঝবেন না দেশপ্রেম কী?

সংবিধান তৈরির পেছনে এই ১১টি কারণ না জানালে বুঝবেন না দেশপ্রেম কী?

Share This

এক নজরে দেখুন ভারতের সংবিধান তৈরির প্রেক্ষাপট৷  পড়ুন সংবিধান তৈরির ইতিহাস৷

  • দেশে গণপরিষদ গঠনের দাবি প্রথম তোলেন এমএন রায়৷ সরকারি ভাবে প্রথম দাবি ওঠে ১৯৩৫ সালে৷ কংগ্রেস এই দাবি তোলে৷ ব্রিটিশ সরকার এই দাবি মেনে নেয় ১৯৪০ সালে৷ এই নিয়ে একটি প্রস্তাব দেন যা আগস্ট অফার (৮ অগস্ট) নামে পরিচিত৷
  • ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশনের প্রস্তাবনায় প্রথম গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ভারতের সংবিধান রচনাকালে গণপরিষদের (১৯৪৬ সালে) মোট আসন সংখ্যা ছিল ৩৮৯টি৷ (কিন্তু দেশভাগের পর গণপরিষদের প্রতিনিধিদের আসন সংখ্যা কমে হয় ২৯৯টি)
  • ৩৮৯টি আসনের মধ্যে ব্রিটিশ শাসিত প্রদেশ সমূহের নির্বাচিত প্রতিনিধিদের জন্য আসন সংখ্যা ছিল ২৯৬টি এবং দেশীয় রাজ্যসমূহের মনোনীত প্রতিনিধিদের জন্য আসন সংখ্যা ছিল ৯৩টি৷
  • ব্রিটিশ শাসিত প্রদেশ সমূহের নির্বাচিত প্রতিনিধিদের আসন সংখ্যার ২৯৬টির মধ্যে কংগ্রেসের ছিল ২০৮টি আসন এবং মুসলিম লিগের ছিল ৭৩টি আসন(৯০টি মুসলিমদের জন্য সংরক্ষিত ছিল যার মধ্যে মুসলিম লিগ জিতেছিল ৭৩টি আসনে)৷ অন্যান্যরা জিতেছিল মোট ১৫টি আসন৷
  • ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর গণপরিষদের প্রথম আধিবেশন বসে৷ এই আধিবেশনে মুসলিম লিগ যোগদান করেনি৷ এই সভায় অস্থায়ী সভাপতি বা চ্যায়ারম্যান ছিলেন সচ্চিদানন্দ সিনহা৷ দ্বিতীয় অধিবেশনে গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হোন ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং সহ সভাপতি নির্বাচিত হোন হরেন্দ্র কুমার মুখার্জি৷ বিএন রাও গণপরিষদের পরামর্শদাতা নিযুক্ত হোন৷
  • ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর থেকে ১৯৫০ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত মোট এগারোটি আধিবেশন বসে৷
  • ১৯৪৭ সালের ২৯ অগস্ট সংবিধানের একটি নমুনা বা খসড়া প্রস্তুত করার উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গঠন করা হয়৷এই কমিটির মোট সদস্য সংখ্যা ছিল সাতজন৷ এই কমিটির সভাপতি ছিলেন বিআর আম্বেদকর৷
  • খসড়া সংবিধানের ওপর সর্বমোট ৭৩৬৫টি সংশোধনী প্রস্তাবের মধ্যে ২৪৭৩টি সংশোধনী নিয়ে আলোচনা হয়৷
  • অবশেষে গণপরিষদ গঠন হওয়ার দু’বছর ১১ মাস ১৭ দিন পর ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে মূল সংবিধান গৃহীত হয়৷ তাতে একটি প্রস্তাবনা ছাড়াও সর্বমোট ৩৯৫টি ধারা এবং ৮টি তফশিল ছিল৷ গণপরিষদে গৃহীত হবার পর তাতে গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ স্বাক্ষর করেন৷
  • এরপর ২৪ জানুয়ারি গণপরিষদের সমস্ত প্রতিনিধিরা সংবিধানে স্বাক্ষর করেন৷ (মোট ২৮৪ জন সংবিধানে স্বাক্ষর করেন)৷ ওই দিনই রাজেন্দ্র প্রসাদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হোন এবং জাতীয় সংগীত(জন গণ মন) আর জাতীয় গান (বন্দেমাতরম)গৃহীত হয়৷
  • ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে স্বাধীন ভারতে সংবিধান কার্যকর হয়৷ দিনটি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পরিচিতি লাভ করে৷

কোন মন্তব্য নেই: