চিকিত্সকদের চেষ্টা বিফলে, গঙ্গাসাগর যাওয়ার আগে মৃত্যু পূন্যার্থীর - Aaj Bikel
চিকিত্সকদের চেষ্টা বিফলে, গঙ্গাসাগর যাওয়ার আগে মৃত্যু পূন্যার্থীর

চিকিত্সকদের চেষ্টা বিফলে, গঙ্গাসাগর যাওয়ার আগে মৃত্যু পূন্যার্থীর

Share This

কলকাতা : গঙ্গাসাগরে পুন্যস্নানের প্রাক্কালে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পূন্যার্থীর| মৃত পুন্যার্থীর নাম হল, রামদাস হরিজন (৭০)| তাঁর বাড়ি উত্তর প্রদেশের সুলতানপুরে| গঙ্গাসাগর যাওয়ার জন্য পরিবারের সঙ্গে কলকাতায় এসেছিলেন উত্তর প্রদেশের সুলতানপুরের বাসিন্দা রামদাস হরিজন| পুন্যস্নানের পূর্বেই মৃত্যু হল তাঁর|

গত ২৬ ডিসেম্বর প্রায় ৫৪ জন পুন্যার্থী গঙ্গাসাগরে যাওয়ার জন্য উত্তর প্রদেশ থেকে রওনা দেন| গত ১০ জানুয়ারি বাবুঘাটে পৌঁছন তাঁরা| এরপরই অসুস্থ হয়ে পড়েন রামদাস হরিজন| তাঁকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে| চিকিত্সকদের অনেক চেষ্টার পরও বাঁচানো যায়নি রামদাস হরিজনকে| শুক্রবার রাত ১০.৩০ মিনিট নাগাদ হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর|

মকরসংক্রান্তির ভোরে রবিবারই গঙ্গাসাগরে পুন্যস্নান| ইতিমধ্যে সেজে উঠেছে কপিল মুনির আশ্রম| প্রচলিত কথাতেই আছে ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’| তাই সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পূণ্যার্থীরা| বিখ্যাত হিন্দু তীর্থস্থান গঙ্গাসাগর সাগর দ্বীপে অবস্থিত| প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ মকর সংক্রান্তি উপলক্ষ্যে এখানে বিরাট মেলা হয়| মকরসংক্রান্তির ভোরে গঙ্গায় স্নান করে স্থানীয় কপিল মুনি মন্দিরে পুজা দেন পূণ্যার্থীরা|

কোন মন্তব্য নেই: