চণ্ডীগড় : শীতের দাপটে কাঁপছে পঞ্জাব ও হরিয়ানা। পঞ্জাবের জলন্ধরে পারদের কাটা নেমে দাঁড়িয়েছিল ২.২ ডিগ্রি সেলসেয়াস। অমৃতসর তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। লুধিয়ানায় এবং পাতিয়ালায় তাপমাত্রা ছিল ৪.৭ এবং ৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্জাবে অন্যান্য শহরে যেমন বাটিন্ডা, হান্দওয়ারা, ফরিদকোট, পাঠানকোট শীতের দাপটে পারদের কাটা নেমে দাঁড়িয়ে ছিল যথাক্রমে ৪.৩, ২.৯, ৪, ৫.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে হরিয়ানায় আম্বালা, হিসার, কার্নালে তাপমাত্রা ছিল যথাক্রমে ৪.৫, ৩.৫, ২.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের আম্বালা এবং কার্নালে অতিরিক্ত কুয়াশার জেরে যান চলাচল বিপর্যস্ত হয়। ব্যহত হয় স্বাভাবিক জনজীবন। পাশাপাশি দুই রাজ্যের রাজধানী চন্ডীগড়ে তাপমাত্রা ছিল ৫.১ ডিগ্রি সেলসিয়াস। দুই রাজ্যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক নীচে। আবহাওয়া দফতর সূত্রে দাবি করা হয় আগামী বেশ কয়েক দিন এই পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন