বহরমপুর : সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙায়| শনিবার ভোর পাঁচটা নাগাদ বেলডাঙার বেগুনবাড়ি এলাকায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়| নয়ানজুলিতে পড়ে যাওয়া মাত্রই যাত্রীবোঝাই বাসটি উল্টে যায়| মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিশু ও মহিলা সহ মোট ৯ জনের| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৭ জন| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার ভোরে যাত্রীবোঝাই ‘অভিশপ্ত’ বাসটি নওদার আমতলা থেকে বেলডাঙা হয়ে বহরমপুর অভিমুখে যাচ্ছিল| সম্ভবত ঘন কুয়াশার জন্যই বেলডাঙার বেগুনবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়| নয়ানজুলিতে পড়ে যাওয়া মাত্রই বাসটি উল্টে যায়| দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা| কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে আসে পুলিশ| যদিও, নয়ানজুলির জলের মধ্যে বাসটি উল্টে যাওয়ায় এক মহিলা ও শিশু সহ ৭ জন যাত্রী দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় অন্তত ২০ জনকে স্থানীয় হাসপাতাল এবং বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| পরে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আরও তিন জনের|
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মৃতদেহ শণাক্ত করার সুযোগ না দিয়েই দ্রুত দেহগুলি বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়| এরপরই বেলডাঙা থানার আইসি-কে ঘেরাও করে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাসটি, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ঘন কুয়াশার জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন