তমলুক : পূর্ব মেদিনীপুরের তমলুকে বেপরোয়া ট্যুরিস্ট বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক প্রাতঃভ্রমণকারীর| মৃতের নাম হল, কার্তিক প্রামাণিক| বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তমলুক থানার অন্তর্গত মানিকতলা এলাকায়| ঘাতক ট্যুরিস্ট বাসটিকে আটক করেছে পুলিশ| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মেচেদা-হলদিয়া রাজ্য সড়কের ধারে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন কার্তিক প্রামাণিক| সেই সময় তমলুকের দিকে যাচ্ছিল ট্যুরিস্ট বাস| মানিকতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে কার্তিকবাবুকে|
বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান কার্তিক প্রামাণিক| হাসপাতালে নিয়ে যাওয়ার সময় টুকুও পাওয়া যায়নি| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন কার্তিকবাবু| সাত সকালে দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে মেচেদা-হলদিয়া রাজ্য সড়ক| পরে তমলুক থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়| ঘাতক ট্যুরিস্ট বাসটিকে আটক করেছে পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ঘাতক ট্যুরিস্ট বাসটি মুর্শিদাবাদের বহরমপুর থেকে আসছিল| বাসটির যাওয়ার কথা ছিল দিঘায়| তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন