নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে দুই পুলিশকর্মী সহ গ্রেফতার ৫ - Aaj Bikel
নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে দুই পুলিশকর্মী সহ গ্রেফতার ৫

নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে দুই পুলিশকর্মী সহ গ্রেফতার ৫

Share This


আলপ্পুঝা  : এক নাবালিকা দীর্ঘ নয় মাস ধরে ক্রমাগত ধর্ষণ করে দুই পুলিশকর্মী সহ পাঁচজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলের আলপ্পুঝায়। নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে দুই পুলিশকর্মী সহ পাঁচজনকে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ। ধৃত পুলিশকর্মীরা হলেন মারারিকুলাম থানার সাব-ইনস্পেক্টর কেজে লাইজু, সিভিক পুলিশ নেলসন থমাস। এই বিষয়ে পুলিশ সুপার কে সুরেন্দরন বলেন, ‘এই মামলার সঙ্গে জড়িত অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পকসো এবং জ্যুভেনাইল জাস্টিস অ্যাক্টের একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত হচ্ছে ওই নাবালিকার আত্মীয়রা।’

নাবালিকার প্রতি হওয়া অত্যাচারের ঘটনা প্রতিবেশীরা কোনওক্রমে জানতে পারে। তারাই নাবালিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। নির্যাতিতাকে স্থানীয় সরকারী হোমে রাখা হয়েছে। এই ঘটনায় গোটা শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই: