হোজাই : হোজাই জেলার অন্তর্গত কাকির দুই নম্বর টঙিয়ার বাসিন্দা গাড়ি চালক আব্দুল মজিদ এবং আব্দুল লতিফ নামের দুই ভাইকে নাগাল্যান্ডের ডিমাপুরে নৃশংসভাবে গুলি করে খুন করার ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
জানা গেছে, হজাইয়ের কাকির বাসিন্দা দুই ভাই আব্দুল মজিদ এবং আব্দুল লতিফ ডিমাপুরে এনএল ০৭ এ ৭২৭১ নম্বরের একটি ট্ৰাক চালিয়ে তাঁদের জীবিকা নিৰ্বাহ করছিলেন। কিন্তু গতকাল ১৬ জানুয়ারি শেষরাত প্রায় দুটো নাগাদ দাদা-ছোট ভাই ট্ৰাকে পাথর বোঝাই করতে যাওয়ার সময় ডিমাপুরের বাৰ্মাপুরে অজ্ঞাতপরিচয় দুৰ্বৃত্ত তাঁদের মাথায় গুলি করে ঝাঝরা করে দিয়ে উভয়ের রক্তাক্ত লাশ ট্ৰাকের সামনে ফেলে গেছে। তখন তাদের ট্ৰাকের পিছনে আসছিল আরেকটি ট্রাক। ওই ট্ৰাকের চালক গুলিবিদ্ধ দুই যুবককে রক্তাক্ত অবস্থায় দেখে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে গিয়ে পৌঁছার আগে রাস্তায় তাঁদের মৃত্যু হয়।
কী উদ্দেশ্যে দুই ভাইকে খুন করা হয়েছে তা এখনও রহস্যের আবৰ্তে৷ এ ঘটনাকে কেন্দ্ৰ করে প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে৷
এদিকে আজ দুই ভাইয়ের মৃতদেহ কাকিতে তাঁদের নিজের বাড়িতে নিয়ে আসলে এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। তাঁদের আত্মীয়-স্বজন শোকে ভেঙে পড়েছেন৷ এই নৃশংস হত্যাকাণ্ডের নায়কদের আটক করার ব্যাপারে ডিমাপুর পুলিশ গাছাড়া মনোভাব পোষণ করছে বলে অভিযোগ উঠেছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন