দুর্গাপুর : আসানসোলের ২ নং জাতীয় সড়কে পুলিশের নামে তোলা আদায়ের ঘটনায় ঘটনাস্থলে থাকায় দেবনারায়ণ ঠাকুর নামে এক কনষ্টেবলকে ক্লোজ করা হল। বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন আসানসোল-দুর্গাপুর কমিশনাররেটের পুলিশ কমিশনার।বিষয়টি পুলিশের উচ্চপদস্ত আধিকারিকের নজরে আসতেই গতকাল তিনজনকে গ্রেফতার করে আসানসোল-দুর্গাপুর কমিশনাররেট পুলিশ। ধৃতদের নাম মহাদেব রাম, ভৈরব ওরফে বাপ্পা ঘোষ ও রবীন্দ্র নাথ সিং। রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
ঘটনায় জানা গেছে, ধৃত মহাদেব রাম বুদবুদের ক্যানেল পাড়ের বাসিন্দা। ভৈরব ওরফে বাপ্পা ঘোষ ও রবীন্দ্রনাথ সিং পানাগড়ের বাসিন্দা। তিনজনেই বুদবুদ ও কাঁকসা থানায় ডাকপার্টির সঙ্গে থাকত। শনিবার রাত্রে ২ নং জাতীয় সড়কের ওপর একটি বিভিন্ন লরি, ডাম্পার থেকে তোলা আদায় করছিল। অভিযোগ এদিন পাথরবোঝাই একটি লরি থেকে তোলা আদায়ের দৃশ্য পুলিশের উচ্চপদস্ত কর্তার নজরে পড়ে। তখন বিষয়টি ওই কর্তা আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারকে তদন্তের জন্য জানায়। তদন্ত পুলিশ মহাদেব রাম, ভৈরব ঘোষ ও রবীন্দ্রনাথ সিংকে গ্রেফতার করে।
জানা গেছে, থানার ডাকপার্টির সঙ্গে কাজের সুবাদে দীর্ঘদিন ধরেই পুলিশের নামে তোলা আদায় করছিল বলে অভিযোগ। রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীনারয়ান মিনা জানান,\"খবর পেয়ে তদন্ত শুরু করা হয়। ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের নাম করে তোলা আদায়ের মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় ঘটনাস্থলে থাকায় দেবনারায়ণ ঠাকুর নামে এক কনষ্টেবলকে ক্লোজ করা হয় । গোটা ঘটনার বিভাগীয় তদন্ত চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন