ভোররাতে ডিভাইডারে ধাক্কা প্রাইভেট গাড়ির, হায়দরাবাদে হতাহত ৪ - Aaj Bikel
ভোররাতে ডিভাইডারে ধাক্কা প্রাইভেট গাড়ির, হায়দরাবাদে হতাহত ৪

ভোররাতে ডিভাইডারে ধাক্কা প্রাইভেট গাড়ির, হায়দরাবাদে হতাহত ৪

Share This

হায়দরাবাদ : ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল হায়দরাবাদের জুবলি হিলসের কাছে| শনিবার ভোররাতে জুবলি হিলসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি| এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের| এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩ জন| আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে|

কোন মন্তব্য নেই: