আজ বিকেল: যতই দিন যাচ্ছে, ততই বাড়ছে ক্ষোভের আগুন৷ শিক্ষক নিয়োগের দাবিতে পর পর দু’টি আন্দোলন ব্যর্থ হলেও শেষ বারের জন্য মরণ কামড় দিতে ফের পথে নামছেন SSC-র চাকরপ্রার্থীরা৷ রাজ্যপাল-হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর দফতরে গণ-চিঠি পাঠিয়ে দাবি আদায় না করা গেলে ‘চরমপন্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিলেন চারকি প্রার্থীদের একাংশ৷ প্রয়োজনে জেলায় জেলায় জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বাংলা অচল করে দেওয়ার হুংকার দিলেন চাকরি প্রার্থীদের একাংশ৷
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ ও পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ কারণ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেকারত্বের যন্ত্রণা দিনে দিনে তীব্র হয়ে উঠছে৷ চাকরি-প্রার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটছে সোশ্যাল মিডিয়ায়৷ চলতি মাসের শুরুতেই আচার্য সদনে SSC চাকরি-প্রার্থীদের উপর পুলিশ লাঠি চালিয়ে বিক্ষোভ কর্মসূচি বানচাল করে দেওয়ার পর থেকেই ক্ষোভের আগুনে পুড়ছেন রাজ্যের কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী৷
পুলিশি তাণ্ডবে কর্মসূচি বাতিল হলেও হাল ছাড়েননি পড়ুয়ারা৷ আন্দোলন ব্যর্থ হওয়ার পর নিজেদের বেকারত্বের যন্ত্রণা ও শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে রাজ্যপাল-হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর দফতরে গণ-চিঠি পাঠানোর কাজ শুরু করে দিয়েছেন চাকরিপ্রার্থীরা৷ কিন্তু, গণ-চিঠি পাঠিয়ে দাবি আদায় না হলে ‘চরমপন্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিলেন চাকরি প্রার্থীদের একাংশ৷
রাজ্য প্রশাসনকে কড়া ভাষায় হুমকি দিয়ে মিনহাজ রাজ বলেন, ‘‘ উচ্চ প্রাথমিকে আমাদের একের পর এক আন্দোলনের ব্যর্থ হয়েছে৷ কিন্তু, আমাদের প্রতি সরকারের উদাসীনতা আন্দোলনের গতিপথ পরিবর্তনে বাধ্য করছে। গণ-চিঠি পাঠানোর পরও যদি আমরা সফল হতে না পারি, তাহলে আমাদের চরমপন্থা অবলম্বন করতে হবে। প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধের করে, রেল অবরোধ করতেও পিছপা হব না৷ কারণ এই আন্দোলনে সব চাকরিপ্রার্থীর কাছে গুরুত্বপূর্ণ৷’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন