আজ বিকেল: বহু জল্পনার পর অবশেষে টেস্ট পেপার তৈরির কাজ শেষ করল মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী শনিবারের মধ্যে টেস্ট পেপার বণ্টনের কাজ সেরে ফালার জন্য নির্দেশ দিয়েছেন কলকাতা জেলার ডিআই৷ আগামী ২ জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত রিপোর্টও জমা দিতে বলা হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের৷
তবে, ছুটি ও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কারণে মাধ্যমিক পরীক্ষার্থীরা এখন স্কুলে আসছে না৷ স্কুলে পড়ুয়াদের হাজিরা অনিয়মিত থাকার কারণে, টেস্ট পেপারগুলি কীভাবে বণ্টন করা হবে, তা নিয়ে সংশয়ে রাজ্যের বেশিরভাগ স্কুলকর্তৃপক্ষ৷ টেস্ট পেপার তৈরির কাজ দেরিতে শুরু হওয়ার কারণে পরীক্ষার্থীদের হাতে এই তুলে দেওয়ায় দায় হয়ে দাঁড়িছে৷
মাধ্যমিকের টেস্ট পাপার বণ্টন নিয়ে সমস্যা দেখা দিলেও কিছু হলেও ড্যামেড কন্ট্রোল করতে পরেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ মূলত, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল করার জন্য এখন মকটেস্ট দেওয়ার চল তৈরি হয়েছে৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই প্রতিযোগিতার কথা মাথায় রেখে পড়ুয়াদের সাহায্যের চারটি বিষয়ের উপর টেস্ট পেপার প্রকাশ করল সংসদ৷
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক ও জীববিদ্যার উপর এমসিকিউ ধাঁচের প্রশ্ন ও তার সমাধান দেওয়া হয়েছে এই টেস্ট পেপারে৷ সংসদের এই টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের পাশাপাশি অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও কাজে আসবে বলে জানানো হয়েছে৷
এই টেস্ট পেপার তৈরির সময় ডাক্তারি (নিট) ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রবেশিকা পরীক্ষার কথা মাথায় রাখা হয়েছে৷ সর্বভারতীয় পরীক্ষাগুলির বিষয়ে সম্যক জ্ঞান রয়েছে, এমন শিক্ষকদের দিয়েই এই মক টেস্ট পেপার তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে৷ মোট চারটি বিষয়ে ২৫টি করে প্রশ্নপত্রের সেট রাখা হয়েছে এই টেস্ট পেপারে৷
যে পড়ুয়ারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে, সংসদের মূল কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ে আগামী ৩ জানুয়ারি থেকে এই মক টেস্ট পেপার পাওয়া যাবে বলে সংসদের তরফে জানানো হয়েছে৷ এই বই সংগ্রহ করতে হলে পরীক্ষার্থীকে সংসদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে হবে৷ একাদশ শ্রেণির পড়ুয়াদের ওই বই দেওয়া হবে এপ্রিল থেকে৷
উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান পড়ুয়ারা যাতে জয়েন্টসহ সর্বভারতীয় প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় ভাল ফল করতে পারে, সেই জন্য গত বছর সহায়িকা বই প্রকাশ করেছিল সংসদ৷ এনসিইআরটির পাঠ্যক্রম মেনে পাঠ্য বিষয়ের আলোচনা ছিল সেই সহায়িকায়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন