কলকাতা: সোমবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নিয়োগের জট খুলতে মামলা উঠছে হাইকোর্টে। আদালত সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার এসএসসি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ শোনাতে পারে উচ্চ আদালত৷
গত বছর এই পরীক্ষায় উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগে বসেছিলেন প্রায় ২ লক্ষ ২১ হাজার প্রার্থী। শূন্যপদের সংখ্যা ১৩ হাজারের আশপাশে। কিন্তু ফলপ্রকাশ হয়ে গেলেও নিয়োগ থমকে রয়েছে মামলার জটে৷
কর্মরত শিক্ষকরা এই পরীক্ষা দিতে পারবেন কি না, তা নিয়েই মামলা হয়েছিল। শর্তসাপেক্ষে ফলপ্রকাশের অনুমতি দিলেও চূড়ান্ত রায় না বেরনো পর্যন্ত নিয়োগের উপর নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে। ফলে, চরম সমস্যায় পড়েছেন চাকরি প্রার্থীদের একাংশ৷
কমিশন সূত্রে খবর, গত মাসের মাঝামাঝি সময়ে কমিশন ও স্কুল শিক্ষা দফতর হাইকোর্টে শিক্ষক নিয়োগের সমস্ত মামলা একত্রিত করার আর্জি জানায়। তবে, এই মুহূর্তে শিক্ষক নিয়োগের জট যে পরিস্থিতিতে রয়েছে, তাতে সব মামলা এক করাও জটিল৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন