ফুটবল বিশ্বকাপে দর্শক সংখ্যার মধ্যে ৪৫ শতাংশ কলকাতার: মমতার - Aaj Bikel
ফুটবল বিশ্বকাপে দর্শক সংখ্যার মধ্যে ৪৫ শতাংশ কলকাতার: মমতার

ফুটবল বিশ্বকাপে দর্শক সংখ্যার মধ্যে ৪৫ শতাংশ কলকাতার: মমতার

Share This

কলকাতা: সদ্য সমাপ্ত ফিফা আয়োজিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই সবথেকে বেশি দর্শক এসেছিলেন। সোমবার একটি ফেসবুক পোস্টে এমন কথাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি এও দাবি করেন যে গোটা দেশের মোট দর্শক সংখ্যার মধ্যে ৪৫ শতাংশ দর্শক কলকাতার ছিল। তিনি আরও লিখেছেন, “কলকাতার পরেই রয়েছে দিল্লি (১৯.৭৮ শতাংশ)। ভারতে প্রতি ম্যাচে গড়ে ২৫,৯০৬ জন খেলা দেখতে এসেছিল। সেই জায়গায় কলকাতাতেই ছিল ৫৫,৩৪৫ জন। দ্বিগুণেরও বেশি। এটা ফুটবলের প্রতি আমাদের প্যাশন। যুবভারতী ক্রীড়াঙ্গনের সুচারু ব্যবস্থাপনার জন্যই এটা সম্ভব হয়েছে।”

“যুব বিশ্বকাপে কলকাতা এক অনন্য সাফল্যের শৃঙ্গ অর্জন করেছে। গোটা দেশে সবক’টা স্টেডিয়াম মিলিয়ে মোট ১৩ লাখ ৪৭ হাজার দর্শক খেলা দেখতে এসেছিলেন। তারমধ্যে কলকাতার দর্শক সংখ্যাই সবথেকে বেশি ছিল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোট ৬ লাখ আট হাজার দর্শক খেলা উপভোগ করতে এসেছিলেন।”

কোন মন্তব্য নেই: