কলকাতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকস্তরে শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশের আগেই শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন৷ আজ, মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে ১১টি বিষয়ে মোট ১২ হাজার ৯০৪টি শূন্যপদের তালিকার প্রকাশ করা হয়৷ মোট শূন্যপদের মধ্যে ইংরেজিতে ১৬৫৩টি ও বাংলায় ১৩৭৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে৷
শূন্যপদের তালিকা ঘোষণা করা হলেও এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন৷ সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন৷কমিশনের এই লিঙ্ক থেকে http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1IXXFinal জানা জাবে পূর্ণ বিজ্ঞপ্তি৷
চলতি বছরের মে মাসে প্রকাশিত হয় নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল৷ মামলার গেরোয় এখনও আটকে নিয়োগ৷ স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, একাদশ-দ্বাদশে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে৷ শীঘ্রই ওই মেধাতালিকা প্রকাশ করবে কমিশন৷
ইতিমধ্যেই কর্মরত শিক্ষকদের নিয়ে একটি মামলা হাইকোর্টে বিচারাধীন৷ মূলত এই মামলার উপর নির্ভর করছে মেধা তালিকায় কর্মরত শিক্ষকদের সুযোগ পাওয়ার বিষয়টি৷ ফলাফল বের করলেও চাকরির সুপারিশের উপর স্থগিতাদেশ রয়েছে৷ তাই ফলাফল বের হলেও আশঙ্কা থেকেই যাচ্ছে৷ এই মেধাতালিকার অপেক্ষায় প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী৷
মেধা তালিকা প্রকাশ না হওয়ার পেছনে স্কুল সার্ভিস কমিশনের দুটি বিষয় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ প্রথমত, কর্মরত শিক্ষকদের চাকরির জন্য ফের আবেদনের বিষয়টি৷ এই নিয়ে একাধিক মামলা চলছে। তা নিয়ে ফলপ্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশ আছে৷ দ্বিতীয়ত, প্যারাটিচারদের সংরক্ষণ সংক্রান্ত মামলাতেও ফল প্রকাশে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট৷
মূলত, এই দুটি বিষয়ই কমিশনের কাছে চিন্তার৷ এর আগে উচ্চ-প্রাথমিকের নিয়োগ নিয়ে দায়ের হওয়া একটি মামলায় তীব্রভাবে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে৷ ফলে, নিয়োগ নিয়ে বেশ সাবধানী কমিশন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন