নয়াদিল্লি: এবার আরও সুরক্ষিত সরকারি চাকরি৷ রীতিমত আইন করে সরকারি কর্মীদের সুরক্ষা কবজ পড়িয়ে দিল বসুন্ধরা রাজে সরকার৷ নয়া অর্ডিন্যান্স এনে রাজস্থান সরকার জানিয়ে দিয়েছে, এবার থেকে অনুমতি ছাড়া কর্তব্যরত সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না! আইনের হাত থেকে রাজ্য সরকারি কর্মীদের বাঁচাতে অভিনব অর্ডিন্যান্স জারি করে প্রবল বিতর্কের পড়েছে বিজেপি শাসিত রাজস্থান সরকার৷
নতুন অর্ডিন্যান্সে বলা হয়েছে, কর্তব্যরত অবস্থায় কোনও সরকারি কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তার তদন্ত করতে পারবে না পুলিশ৷ এমনকী কোনও বিচারক সেই কর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতে পারবেন না৷ যদি তদন্ত করতেই হয় তা হলে সে ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক৷
ওই অর্ডিন্যান্সে আরও বলা হয়েছে, যত ক্ষণ না সরকার সবুজ সঙ্কেত দেবে, তত ক্ষণ পর্যন্ত ওই সরকারি কর্মীর নাম, ঠিকানা, ছবি এবং পরিবার নিয়ে কোনও তথ্যই সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না৷ যদি সেই নিয়ম লঙ্ঘন করা হয় তা হলে দু’বছর পর্যন্ত জেল হতে পারে সাংবাদিকের৷
তবে, সরকার যদি ১৮০ দিনের মধ্যে এ বিষয়ে কোনও নির্দেশ না দেয়, তা হলে ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করা যেতে পারে৷ এ ক্ষেত্রে পুলিশ অভিযুক্ত সরকারি কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করতে পারবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন