কলকাতা: সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়সের সীমা বাড়াল রাজ্য৷ নবান্ন সূত্রে খবর, WBCS পরীক্ষায় বসার জন্য এতদিন বয়সের ঊর্ধ্বসীমা ছিল ৩২ বছর৷ এবার তা বাড়িয়ে করা হল ৩৬ বছর৷ এছাড়া তফসিলি জাতি, উপজাতি, ওবিসিদের জন্য বসয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৪১ করা হচ্ছে৷
দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলির তরফে বারবার WBCS পরীক্ষায় বসার জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি করা হচ্ছিল৷ কারণ, পড়াশোনার গণ্ডি টপকেই অধিকাংশ যুবক-যুবতী পশ্চিমবঙ্গের এই সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন৷ তাই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি করা হচ্ছিল৷ নবান্ন সূত্রে খবর, এবার সেই দাবিই মেনে নেওয়া হল৷ বাড়িয়ে দেওয়া হল এ রাজ্যের বিসিএস পরীক্ষায় বসার জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হল৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন