‘মোদীর জমানায় দেশে কাজের সুযোগ তলানিতে ঠেকেছে, বেড়েছে বেকারত্ব’ - Aaj Bikel
‘মোদীর জমানায় দেশে কাজের সুযোগ তলানিতে ঠেকেছে, বেড়েছে বেকারত্ব’

‘মোদীর জমানায় দেশে কাজের সুযোগ তলানিতে ঠেকেছে, বেড়েছে বেকারত্ব’

Share This

নয়াদিল্লি: শিয়রে গুজরাত নির্বাচন৷ নির্বাচনকে ঘিরেই শাসকদলের বিরুদ্ধে ময়দানে নেমে দেশের বেকার সমস্যা নিয়ে মুখ খুললেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী৷ রাহুলের মন্তব্য, ‘‘চিনে প্রতিদিন ৫০হাজার চাকরির সুযোগ থাকে৷ কিন্তু, ভারতে চাকরির সুযোগ থাকে মাত্র ৪৫০টি৷’’

ক্ষুদ্র, মাঝারি এবং ভারী শিল্পে চিন এখন অনেকটাই এগিয়ে বলে দাবিও করেন সোনিয়াপিত্র৷  বলেন, ‘‘আপনার সমস্যা কিন্তু ভারতের সমস্যা৷ আবার আপনার সাফল্য ভারতকেও সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে৷’’ নোটবন্দি এবং জিএসটি নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না রাহুল গান্ধী৷

অর্থমন্ত্রী অরুণ জেটলিকেও কটাক্ষ করেন তিনি৷ বেকারত্ব নিয়েও মুখ খুললে রাহুল, ‘‘চিনে কাজের সুযোগ অপ্রতুল৷ প্রতিদিন ৫০হাজার কাজের সুযোগ থাকে এখানে৷ যেখানে ভারতে কাজের সুযোগ থাকে মাত্র ৪৫০৷ কেন্দ্রীয় সরকার শুধুমাত্র জিএসটি, নোটবন্দি নিয়েই আজ ব্যস্ত৷ মোদীর জমানায় দেশে কাজের সুযোগ তলানিতে ঠেকেছে৷’’

কোন মন্তব্য নেই: