কলকাতা: ডেঙ্গু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্কুলগুলিকে সতর্ক করল রাজ্য স্কুল শিক্ষা দফতর৷ তাতে বলা হয়েছে, দীর্ঘ ছুটির পর স্কুল খুলেছে৷ তাই ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ রুখতে বিদ্যালয় চত্বর পরিচ্ছন্ন রাখতে হবে৷ মশা মারার তেল এবং ধোঁয়া ছড়াতে হবে৷ পাশাপাশি জল জমতে না দেওয়া, ছাত্রছাত্রীদের মধ্যে ডেঙ্গু সচেতনতা প্রচার চালাতেও বলা হয়েছে৷
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য দফতরের তৈরি আদর্শ নির্দেশিকার পোস্টার প্রতিটি স্কুলে লাগাতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ কাজ কতটা এগল, প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে ৩০ অক্টোবরের মধ্যে তা ডিআইদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই সরকারি বার্তায়৷ এর আগে আইসিএসই এবং সিবিএসই বোর্ডও স্কুল কর্তৃপক্ষগুলিকে ডেঙ্গু সম্পর্কে সতর্ক করেছিল৷ ছাত্রছাত্রীদের ফুল হাতা প্যান্ট শার্ট পরতে বলাসহ বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছিল সেখানে৷
রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমার নাম নেই৷ দফায় দফায় বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমায় রোগের প্রকোপ আরও বাড়ছে৷ গত দেড় সপ্তাহে প্রতিদিন কমবেশি সাড়ে ছ’শো থেকে সাতশো মানুষ নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন৷ পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে৷
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য দফতরের তৈরি আদর্শ নির্দেশিকার পোস্টার প্রতিটি স্কুলে লাগাতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ কাজ কতটা এগল, প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে ৩০ অক্টোবরের মধ্যে তা ডিআইদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই সরকারি বার্তায়৷ এর আগে আইসিএসই এবং সিবিএসই বোর্ডও স্কুল কর্তৃপক্ষগুলিকে ডেঙ্গু সম্পর্কে সতর্ক করেছিল৷ ছাত্রছাত্রীদের ফুল হাতা প্যান্ট শার্ট পরতে বলাসহ বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছিল সেখানে৷
রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমার নাম নেই৷ দফায় দফায় বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমায় রোগের প্রকোপ আরও বাড়ছে৷ গত দেড় সপ্তাহে প্রতিদিন কমবেশি সাড়ে ছ’শো থেকে সাতশো মানুষ নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন৷ পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন