কেন তাঁকে প্রধানমন্ত্রী করা হয়নি? বিস্ফোরক মন্তব্য প্রণব মুখোপাধ্যায়ের - Aaj Bikel
কেন তাঁকে প্রধানমন্ত্রী করা হয়নি? বিস্ফোরক মন্তব্য প্রণব মুখোপাধ্যায়ের

কেন তাঁকে প্রধানমন্ত্রী করা হয়নি? বিস্ফোরক মন্তব্য প্রণব মুখোপাধ্যায়ের

Share This
নয়াদিল্লি: তিনি হিন্দি ভাল বলতে পারেন না। এই কারণে তাঁকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি বলে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷

এমনকী, দীর্ঘদিন রাজ্যসভার সদস্য থাকায় তাঁকে প্রধানমন্ত্রী হওয়া থেকে বঞ্জিত করা হয়৷ তবে হিন্দি ভাল না জানাটাকেই তাঁর প্রধানমন্ত্রী হতে না পাড়ার বড় কারণ বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে কামরাজের মন্তব্য তুলে ধরেন। কামরাজ একবার বলেছিলেন, 'নো হিন্দি, নো প্রাইম মিনিস্টারশিপ'

পাঁচ দশকের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা থেকে তিনি বলেন, জাতীয় স্বার্থের সঙ্গে আঞ্চলিক স্বার্থের সঙ্গতি রাখা কঠিন কাজ। তাই জোট রাজনীতিরও সফল হওয়া মুস্কিল। আত্মজীবনীর তৃতীয় খণ্ড প্রকাশের পর থেকেই প্রণবের মতামত নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। 'দ্য কোয়ালিশন ইয়ারস: ১১৯৬-২০১২' প্রকাশিত হওয়ার পর থেকেই তাঁর মতামত পাওয়ার জন্য সংবাদমাধ্যমে আগ্রহ তৈরি হয়েছে। অকপটে নানা কথা শুনিয়েছেন তিনি৷

কোন মন্তব্য নেই: