ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি - Aaj Bikel
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি

Share This
দ্য ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ মোট পদ ১৯৷ পদের নাম- জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট : ১২,  জুনিয়র মেটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট : ১, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট : ৬৷

শিক্ষাগত যোগ্যতা- জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক অথবা আইটিআই ফিটার ট্রেডে মাধ্যমিক পাশ থাকতে হবে৷

জুনিয়র মেটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থীদের তিন বছরের মেকানিক্যাল,ইলেকট্রিক্যাল বা ইন্স্ট্রুমেনচেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে ৪০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক৷

জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ৪৫ শতাংশ নম্বর নিয়ে বি কম পাশ হতে হবে৷ বয়সসীমা- ১৮ থেককে ৩৬ বছরের মধ্যে বয়স হতে হবে৷ বেতন- বাছাই হওয়া প্রার্থীরা মাসে ১১, ৯০০ to ৩২,০০০ টাকা পাবেন৷ বাছাই পদ্ধতি হবে The candidates will be selected on the basis of a written test and a skill/proficiency/physical test (SPPT).

আবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে৷ অনলাইনে আবেদন করার জন্য www.iocl.com ওয়েবসাইটে লগ অন করুন৷ অথবা প্রার্থীরা ফর্মের হার্ড কপি নিয়ে নীচের ঠিকানায় পাঠিয়ে দিন- To 'Dy. General Manger (Human Resources), HR Department, Panipat Refinery & Petrochemical Complex, Panipat, Haryana-132140'.

কোন মন্তব্য নেই: