রাজ্যে প্রাথমিক শিক্ষার বুনিয়াদি স্তর অর্থাৎ প্রাক্ প্রাথমিক, প্রথম ও দ্বিতীয়- এই তিন শ্রেণির শিক্ষায় ঘাটতি রয়েছে বলে মেনে নিল রাজ্য। এই তিন শ্রেণিতে যা শেখানো উচিত তার গুরুত্ব অপরিসীম বলে মনে করেন শিক্ষাবিদেরা। রাজ্যের সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদারের মতে, এ জন্য শিক্ষকদের নিবিড় প্রশিক্ষণের প্রয়োজন। কারণ, এই তিন শ্রেণির শিক্ষাই মূল শিক্ষার ভিত্তি। খেলার ছলে তিন শ্রেণিতে লেখাপড়ার বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া দরকার৷
শিক্ষা মহলের মতে এ রাজ্যে এই তিন ক্লাসে পড়াশোনার ব্যবস্থা থাকলেও পঠন-পাঠনে ঘাটতি আছে। ২০০৪-এ এই তিন ক্লাসের জন্য 'মজাড়ু' ও 'আমার বই' সিলেবাস কমিটি গড়েছে। শিক্ষকেরা এই তিন ক্লাসে কী ভাবে পড়াবেন, তার জন্য একটি নির্দেশমূলক বইও প্রকাশ করা হয়েছে। এর পরেও বুনিয়াদি শিক্ষায় ঘাটতি থেকে গেছে বলে অভিযোগ৷
এ প্রসঙ্গে অভীকবাবু বলেন, '' এর জন্য শিক্ষকদের তালিম অবশ্যই প্রয়োজন। পাশাপাশি, নিয়মিত এই সব পড়ুয়ার ক্লাস নেওয়াও জরুরি। '' বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ-সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, রাজ্যের স্কুলগুলিতে বুনিয়াদি শিক্ষার বিষয়টি অবহেলিত। বেসরকারি স্কুলগুলিতে এর গুরুত্ব থাকলেও সরকারি ক্ষেত্রে সেটা প্রয়োজনীয় গুরুত্ব পাচ্ছে না৷
শিক্ষা মহলের মতে এ রাজ্যে এই তিন ক্লাসে পড়াশোনার ব্যবস্থা থাকলেও পঠন-পাঠনে ঘাটতি আছে। ২০০৪-এ এই তিন ক্লাসের জন্য 'মজাড়ু' ও 'আমার বই' সিলেবাস কমিটি গড়েছে। শিক্ষকেরা এই তিন ক্লাসে কী ভাবে পড়াবেন, তার জন্য একটি নির্দেশমূলক বইও প্রকাশ করা হয়েছে। এর পরেও বুনিয়াদি শিক্ষায় ঘাটতি থেকে গেছে বলে অভিযোগ৷
এ প্রসঙ্গে অভীকবাবু বলেন, '' এর জন্য শিক্ষকদের তালিম অবশ্যই প্রয়োজন। পাশাপাশি, নিয়মিত এই সব পড়ুয়ার ক্লাস নেওয়াও জরুরি। '' বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ-সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, রাজ্যের স্কুলগুলিতে বুনিয়াদি শিক্ষার বিষয়টি অবহেলিত। বেসরকারি স্কুলগুলিতে এর গুরুত্ব থাকলেও সরকারি ক্ষেত্রে সেটা প্রয়োজনীয় গুরুত্ব পাচ্ছে না৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন