কলকাতা: দেশের প্রথম ১০টি সেরা স্কুলের তালিকায় জায়গা করে নিল যাদবপুর বিদ্যাপীঠ। শুধু তাই নয়, পূর্বাঞ্চলের একমাত্র এই স্কুলই রয়েছে তালিকায়। তাবড় স্কুলগুলিকে পিছনে ফেলে দিয়ে যাদবপুর বিদ্যাপীঠ ষষ্ঠস্থান অধিকার করেছে। এক আন্তর্জাতিক ম্যাগাজিন এই সমীক্ষা চালায় মূলত সরকারি স্কুলগুলির উপরই৷
সেরা ১০টি স্কুল বলা হলেও, মোট ১২টি স্কুলের নাম প্রকাশ করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই কেন্দ্রীয় বিদ্যালয়। ১২টির মধ্যে ৮টিই এই স্কুল। পরিকাঠামো, শিক্ষকদের মানোন্নয়ন, স্পোর্টস এডুকেশন, ছাত্রছাত্রীদের কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে ইত্যাদি বিষয়ের উপর স্কুলগুলির মূল্যায়ন করা হয়। সব মিলিয়ে মোট ১৫০০ নম্বর ছিল। তার মধ্যে যাদবপুর বিদ্যাপীঠ পেয়েছে ৯৯৫ নম্বর৷
এই স্থান গত কয়েক বছর ধরে রাখতে সফল হয়েছে স্কুলটি৷ ২০১৫ এবং ২০১৬ সালে ষষ্ঠ স্থানে থাকলেও, ২০১৪ সালে এই স্কুল ছিল চতুর্থ স্থানে। প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেন, আমরা গত কয়েক বছর ধরে প্রথম দশে জায়গা পেয়েছি। অনেক ভালো ভালো স্কুলের সঙ্গে পাল্লা দিয়ে যে এই সাফল্য পাওয়া গিয়েছে, তাতে আমরা খুশি৷
সেরা ১০টি স্কুল বলা হলেও, মোট ১২টি স্কুলের নাম প্রকাশ করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই কেন্দ্রীয় বিদ্যালয়। ১২টির মধ্যে ৮টিই এই স্কুল। পরিকাঠামো, শিক্ষকদের মানোন্নয়ন, স্পোর্টস এডুকেশন, ছাত্রছাত্রীদের কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে ইত্যাদি বিষয়ের উপর স্কুলগুলির মূল্যায়ন করা হয়। সব মিলিয়ে মোট ১৫০০ নম্বর ছিল। তার মধ্যে যাদবপুর বিদ্যাপীঠ পেয়েছে ৯৯৫ নম্বর৷
এই স্থান গত কয়েক বছর ধরে রাখতে সফল হয়েছে স্কুলটি৷ ২০১৫ এবং ২০১৬ সালে ষষ্ঠ স্থানে থাকলেও, ২০১৪ সালে এই স্কুল ছিল চতুর্থ স্থানে। প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেন, আমরা গত কয়েক বছর ধরে প্রথম দশে জায়গা পেয়েছি। অনেক ভালো ভালো স্কুলের সঙ্গে পাল্লা দিয়ে যে এই সাফল্য পাওয়া গিয়েছে, তাতে আমরা খুশি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন