দমকলে তিন হাজার শূন্যপদে কবে নিয়োগ? কী বললেন মন্ত্রী? - Aaj Bikel
দমকলে তিন হাজার শূন্যপদে কবে নিয়োগ? কী বললেন মন্ত্রী?

দমকলে তিন হাজার শূন্যপদে কবে নিয়োগ? কী বললেন মন্ত্রী?

Share This

 

কলকাতা: আগামী বছরের মধ্যে সমস্ত শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দমকলে। রাজ্য দমকলের সদর দফতরে তৃণমূল সমর্থিত কর্মচারী সংগঠন আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এমনই আশ্বাস দিয়েছেন বিভাগের মহানিদের্শক জগমোহন।
 
এদিনের অনুষ্ঠানে শ্রমিক নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আগুন নেভানোর কর্মীবাহিনীর অভাবের বিষয়টি উত্থাপন করেন। তারই জের টেনে জগমোহন কর্মীর অভাবের কথা মেনে নিয়ে তা পূরণের উপর গুরুত্ব আরোপ করেন। কর্মী সংগঠনের তরফে জানানো হয়, অগ্নি নির্বাপণ বিভাগের লোকসংখ্যার অভাবে নানা সময়ে তাদের অসুবিধায় পড়তে হয়। সূত্রের মতে,  প্রায় তিন হাজার পদ শূন্য রয়েছে রাজ্য দমকলে।

এদিন তৃণমূল সমর্থিত দমকল কর্মচারী সমন্বয় সমিতির তরফে এই বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বিধায়ক তমোনাশ ঘোষ ও প্রধান উপদেষ্টা সন্তোষ মজুমদার মন্ত্রী শোভনদেববাবুর হাতে ২৫ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য তুলে দেন।

কোন মন্তব্য নেই: