কলকাতা: রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে বর্ধিত হারে বেতন কবে পাবেন, তা এখনও অনিশ্চিত। কিন্তু অধিকাংশ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে দিয়েছে বা কেন্দ্রীয় সরকারের সমহারে বেতন দিতে কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি করেছে।
রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের কাছে খবর এসেছে, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, রাজস্থান, হরিয়ানা, অসম, উত্তরাখণ্ড, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশসহ বেশকিছু রাজ্য কেন্দ্রীয় হারে কর্মীদের বেতন দেওয়া শুরু করেছে। বেশ কয়েকটি রাজ্য নিজেরা আলাদা করে পে কমিশন গঠন না করে কেন্দ্রীয় কমিশনের সুপারিশ কার্যকর করে দিয়েছে। কয়েকটি রাজ্যে পে কমিশন হলেও সেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান বা প্রায় সমান বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের সংগঠনগুলি ষষ্ঠ বেতন কমিশনের কাছে দ্রুত সুপারিশ পেশ করার জন্য দাবি জানিয়েছে।
কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে জানানো হয়েছে, অন্য রাজ্য সরকারগুলির পথে এ রাজ্যও চলুক, এটাই তাঁরা চাইছেন। পশ্চিমবঙ্গে সরকারি কর্মীরা এখন ৮৫ শতাংশ হারে ডিএ পান। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে। এর পর কেন্দ্রীয় কর্মীদের দুই দফায় মোট ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে। বেতন কমিশনের সুপারিশ কার্যকর ও ডিএ বৃদ্ধির নিরিখে এখন কেন্দ্রীয় কর্মীদের যে বেতন হয়েছে, তার সঙ্গে সমতা আনতে গেলে রাজ্য কর্মীদের ১৩২ শতাংশ হারে ডিএ দিতে হবে।
অনেকগুলি রাজ্য সরকার এখন তার কর্মীদের ১৩২ শতাংশ হারে ডিএ দিচ্ছে। কয়েকটি রাজ্য তার থেকে কিছুটা কম হারে ডিএ দিলেও কোথাও পশ্চিমবঙ্গের মতো এত খারাপ অবস্থা ত্রিপুরা ছাড়া কোথাও নেই। একমাত্র বাম শাসিত ত্রিপুরা ডিএ-র ব্যাপারে পশ্চিমবঙ্গের কাছাকাছি আছে। সেখানে সরকারি কর্মীরা ৮৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অন্য সব রাজ্যে ডিএ-র হার একশো শতাংশের বেশি।
কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির ক্ষেত্রে এখনও বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়নি। কিন্তু তাঁদের বেতন কমিশনের সুপারিশের থেকেও বেশি আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার কর্মীদের জন্য অর্থমন্ত্রক ১৩৬ শতাংশ হারে ডিএ ধার্য করে দিয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আগে রাজ্য কর্মীদের ডিএ-র হার ২০১৬ সালের জানুয়ারি মাসের আগে কেন্দ্রীয় কর্মীদের ডিএ-র সমান করতে হবে।
সেই হারটি হচ্ছে ১১৯ শতাংশ। অর্থাৎ পে কমিশনের সুপারিশ কার্যকর করার আগে রাজ্য কর্মীদের ডিএ বাড়াতে হবে ৩৪ শতাংশ। রাজ্য কর্মীদের ডিএ এক শতাংশ বাড়াতে গেলে মাসে সরকারের খরচ বাড়ে ২৫ কোটি টাকা। অর্থাৎ ৩৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে সরকারের খরচ মাসে ৮৫০ কোটি টাকা বাড়বে। তার সঙ্গে পে কমিশনের সুপারিশ কার্যকর করার খরচের দায় যুক্ত হবে। সব মিলিয়ে বিপুল খরচের দায় চাপবে রাজ্যের উপর। এই কারণেই পে কমিশন ধীর গতিতে চলছে বলে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলির অভিযোগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন