কেটে দিক, কিন্তু মোবাইলে আধার নম্বর দেবই না: মমতা - Aaj Bikel
কেটে দিক, কিন্তু মোবাইলে আধার নম্বর দেবই না: মমতা

কেটে দিক, কিন্তু মোবাইলে আধার নম্বর দেবই না: মমতা

Share This

কলকাতা: মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড যুক্তি করার কেন্দ্রীয় নির্দেশকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বুধবার নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বর্ধিত সভায় দলনেত্রী বলেন, ‘‘বিজেপির সরকার সাধারণ মানুষের গোপনীয়তায় হস্তক্ষেপ করছে৷ আমি চ্যালেঞ্জ করে মোবাইলের সঙ্গে আধার সংযোগ করব না৷ যদি লাইন কেটে দেয় বেঁচে যাব৷ সব জায়গায় আধার নম্বর দেব না৷ ব্যক্তিগত গোপনীয়তার আমার অধিকার৷ আধার নম্বর দিলেই সব তথ্য ফাঁস হয়ে যাবে৷ স্বামী-স্ত্রী ফোনে কী কথা বলছে, তা বিজেপির পার্টি অফিসে পৌঁছে যাবে৷ ফলে, আমি আমার সবকিছু কাউকে জানাব না৷’’


আধারের সঙ্গে সমস্ত জরুরি পরিষেবা জুড়ে দেওয়ার ফলে মানুষের ব্যক্তিগত জীবন বলে আর কিছু থাকছে না বলেও এদিন মন্তব্য করেন তিনি৷ এই নীতির ঘোরতর প্রতিবাদ করে কেন্দ্রীয় নীতির সমালোচনা করেন তিনি৷


আগামী ৮ নভেম্বর নোট বাতিলরে বর্ষপূর্তি উপলক্ষে সারা রাজ্য জুড়ে কালাদিবস পালনের নির্দেশ দিয়েছেন৷ ওই দিন দলের সমস্ত নেতা-কর্মী-মন্ত্রীদের কালা দিবস পালন করতে নির্দেশ দেন৷ শুধু রাজ্য নয়, সারাদেশ জুড়ে আগামী ৮ নভেম্বর তৃণমূল কর্মীদের কালা দিবস পালন করার নির্দেশ দিয়েছেন মমতা৷  ওই দিন বেলা ২টো থেকে ৩টে পর্যন্ত কালা দিবস পালন করতে হবে৷ এজন্য নেতা-মন্ত্রীদেরও পথে নামার নির্দেশ দেন তিনি৷


একইসঙ্গে, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের কোর কমিটির বর্ধিত সভায় বুথস্তরে সংগঠন বাড়ানোর উপর জোর দেওয়ার নির্দেশ দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নজরুল মঞ্চে তিনি বলেন, ‘‘সপ্তাহে দু'তিনটি করে করে মিটিং, মিছিল করতে হবে৷’’


অন্যদিকে, টিকিট বণ্টন নিয়ে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে৷ টিকিট না পেয়ে গোঁজ প্রার্থী হওয়া বা দলবদলের মতো ঘটনা যাতে না ঘটে তার জন্য দলের নিচু তলার নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন৷

কোন মন্তব্য নেই: