পঞ্চায়েত নির্বাচনের আগে প্রাথমিকে ২৫ হাজার শিক্ষক নিয়োগ - Aaj Bikel
পঞ্চায়েত নির্বাচনের আগে প্রাথমিকে ২৫ হাজার শিক্ষক নিয়োগ

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রাথমিকে ২৫ হাজার শিক্ষক নিয়োগ

Share This
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে৷
পর্ষদ সূত্রে খবর, প্রাথমিকে প্রায় ২৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ আগামী সোমবার এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করবে পর্ষদ৷ দু’বছরের প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরাই এই নিয়োগের আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে৷ উচ্চমাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে৷

আগামী সোমবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পর্ষদ৷ ওই দিনই পর্ষদের ওয়েব সাইটে আবেদন জানানো যাবে বলে খবর পাওয়া গিয়েছে৷ 

পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ৯ অক্টোবরই যাবতীয় ঘোষণা করা হবে। মন্ত্রীর সেরকমই নির্দেশ রয়েছে। ফলে কত তারিখে পরীক্ষা হবে, তা নিয়ে কৌতূহল সোমবারের আগে মিটবে না। এদিকে, মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, এই পরীক্ষায় ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীরাই বসতে পারবেন। এখন রাজ্যে ডিএলএড প্রশিক্ষণ কেন্দ্র অনেক বেড়েছে। তাই প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা যথেষ্টই রয়েছে। শিক্ষামন্ত্রীর হিসাব অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৫ হাজারের কম হবে না।

জানা যাচ্ছে, এবার পুরোপুরি অনলাইনেই আবেদন করতে হবে। গত টেটের মাধ্যমে প্রায় ৪২ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল। এদিকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শূন্য শিক্ষক পদে এখনও নিয়োগ করা সম্ভব হয়নি আইনি জটিলতায়। যদিও সফল প্রার্থীদের ইন্টারভিউ হয়ে গিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নেওয়া উচ্চ প্রাথমিকের টেট-এর ফল গত বছর প্রকাশিত হলেও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা যায়নি। এক্ষেত্রেও বাধা মামলা। এগুলির বর্তমান পরিস্থিতি কী, সে ব্যাপারে এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের কোনও মন্তব্য জানা যায়নি।

কোন মন্তব্য নেই: