কলকাতা: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের (NIOS) মাধ্যমে অনলাইনে ফর্ম ফিলআপ চলছে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। গত ৩ সেপ্টেম্বরের আগে যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁদের D.EI.Ed প্রশিক্ষণ নিতে হবে না বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মাধ্যমিকস্তরের শিক্ষক শিক্ষিকাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের (D.EI.Ed) প্রশিক্ষণ দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷ একই সঙ্গে রাজ্যের পিছিয়ে পড়া এলাকায় বহু শিশুশিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক স্কুল তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে৷ এই সব স্কুলগুলিতে যে শূন্যপদ আছে তাতে নিয়োগ করতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা বলে জানা গিয়েছে৷
ঢাকুরিয়া মধুসূদন মঞ্চে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এই প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চনা করেছে। যত টাকা পাওয়ার কথা তা আমরা পাইনি। আমি চিঠি দিয়েছি। গ্রামীণ এলাকায় কোনও ছেলেমেয়ে যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন