নয়াদিল্লি: রেল দুর্ঘটনা বন্ধ করতে হলে বেশি সংখ্যক দক্ষ কর্মচারী নিয়োগ করতে হবে এমনই মনে করছে রেল মন্ত্রক। পাশাপাশি উন্নতমানের মেশিন এবং প্রযুক্তিকেও গ্রহণ করতে হবে। আর এই নিয়ে এবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, রেলে ১লাখ নতুন নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই।
রেলের সেফটি ও গ্রাউন্ড পেট্রোলিংয়ে আরও সুষ্ঠ করে তোলার জন্য প্রায় লক্ষাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চায় ভারতীয় রেল ৷ সর্বভারতীয় হিন্দি সংবাদ মাধ্যম সূত্রে খবর, নয়া রেলমন্ত্রী পীষুস গোয়েল জানিয়েছেন , রেলের সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে দরকার প্রচুর কর্মী ৷ আগামী কয়েক বছরে প্রায় ২ লক্ষ কর্মচারী নিয়োগ করতে চলেছে রেল ৷ যাদের নিয়োগ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা দশম বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে ৷
- নিরাপত্তা বিভাগে জুনিয়র এবং সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে।
- রেলওয়েতে অতিরিক্ত, সহকারী স্টেশন মাস্টার এবং রক্ষীদেরও নিয়োগ করা হবে।
- গ্রুপ সি-এর পঞ্চাশ শতাংশ পদে রেলওয়ে নিয়োগ বোর্ডের (আরআরবি) মাধ্যমে নিয়োগ করা হবে।
- এছাড়াও, গ্রুপ ডি-এর ৫০ শতাংশ খালি পদগুলি আরআরবি-এর মাধ্যমে পূর্ণ করা হবে এবং বাকি অর্ধেক রেলওয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে ৷
ভারতীয় রেল গোটা বিশ্বে চতুর্থ সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক ৷ প্রতিদিন প্রায় ১৯,০০০ ট্রেন যাতায়াত করে ৷ একের পর এক রেল দুর্ঘটনার জেরে প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৷ রিপোর্ট অনুযায়ী, গত তিন বছরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৫০ জনের ৷
সূত্রের খবর, রেলের নিচের স্তরের প্রায় ১৬ শতাংশ সেফটি পোস্ট খালি রয়েছে ৷ এর জেরে ৬৪ কিলোমিটার লম্বা এই রেল নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ ও পেট্রোলিংয়ে সমস্যা দেখা দিচ্ছে ৷ রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই সমস্যার সমাধানের জন্য শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন