কলকাতা: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের দায়িত্বভার নিতে চলেছেন রাকেশ তিওয়ারী। ২০ সেপ্টেম্বর এই দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। এই পদে এতদিন দায়িত্বভার সামলেছেন নিশীথা মাত্রে। তাঁর অবসর নেওয়ার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাকেশ তিওয়ারীকেই প্রধান বিচারপতি পদে নিযুক্ত করা হচ্ছে৷
আদালত সূত্রের খবর, এক বছরেরও বেশি সময় ধরে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ছিলেন রাকেশ তিওয়ারি৷ এর আগে এলাহাবাদ হাইকোর্টের স্থায়ী বিচারপতির দায়িত্বও সামলেছেন তিনি৷ এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে কমার্স ও এলএলবি-তে স্নাতক রাকেশ তিওয়ারী ১৯৮৪ সালে উত্তরপ্রদেশ বার কাউন্সিলের সদস্য হন। কিছুদিনের মধ্যেই সরকারি আইনজীবী হিসেবে নিযুক্ত হন তিনি৷
আরও পড়ুন- হাইকোর্টের রায়ে চাকরি বহাল ১ লক্ষ ৩০ হাজারের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন