পুলিশ বাহিনীতে আরও বাড়ছে সংরক্ষণের মাত্রা, কাদের জন্য এই সুবিধা? - Aaj Bikel
পুলিশ বাহিনীতে আরও বাড়ছে সংরক্ষণের মাত্রা, কাদের জন্য এই সুবিধা?

পুলিশ বাহিনীতে আরও বাড়ছে সংরক্ষণের মাত্রা, কাদের জন্য এই সুবিধা?

Share This

পুলিশ বাহিনীতে আরও বাড়ছে সংরক্ষণের মাত্রা৷ লোকসভার প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী৷ মূলত, মেয়েদের আরও বেশি নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে পুলিশ বাহিনীতে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের প্রস্তাব আনছে কেন্দ্র৷ লোকসভার প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী৷ 
তৃণমূলের সংসদ সদস্য মমতাবালা ঠাকুরের এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে  কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে চেয়ে আমাদের একটি প্রস্তাব রয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সেই প্রস্তাব ইতিমধ্যে গ্রহণও করেছেন। তা নিয়ে কথাবার্তাও চলছে। পুরোটাই মহিলাদের নিরাপত্তার স্বার্থে করা হয়েছে। মহিলারা যদি পুলিশে অনেক বেশি সংখ্যায় যোগ দেন, তাহলে নিশ্চিতভাবেই সারা দেশে মেয়েদের নিরাপত্তা প্রদানের প্রক্রিয়াটিও শক্তিশালী হবে। স্বাভাবিকভাবেই রাজ্যগুলি যদি কেন্দ্রের এই নির্দেশিকা মেনে ৩৩ শতাংশ মহিলা পুলিশ নিয়োগ করে, তাহলে রাজ্যে রাজ্যে মেয়েদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
[left-sidebar]   

কোন মন্তব্য নেই: