জয়েন্টের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল - Aaj Bikel
জয়েন্টের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল

জয়েন্টের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল

Share This

কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স এগজাম (মেইন) ১ এপ্রিল হচ্ছে ধরে নিয়েই আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল করল সংসদ। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে যে পরিবর্তিত সূচি দেওয়া হয়েছে, তা নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ৩১ মার্চ ছিল কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টস পরীক্ষা। তা পিছিয়ে করা হয়েছে ৭ এপ্রিল। আর ৭ এপ্রিল ছিল স্ট্যাটিস্টিকস, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা। সেটিকে এগিয়ে এনে করা হয়েছে ৩১ মার্চ। কিন্তু ২ এপ্রিল অর্থাৎ সোমবার রয়েছে গণিতের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা। পাশাপাশি রয়েছে সাইকোলজি, অ্যাগ্রোনমি, অ্যানথ্রোপলজি প্রভৃতি। প্রশ্ন উঠছে, জেইই (মেইন)-এর মতো একটি কঠিন সর্বভারতীয় দিয়ে ওঠার পরদিনই অঙ্ক পরীক্ষা দিলে ক’জনেরই বা আশানুরূপ ফল হবে? তাছাড়া, অনেক সময় ভিন রাজ্যেই জেইই (মেইন)-এর সিট পড়ে। সেক্ষেত্রে তো পরীক্ষায় বসা অসম্ভবই হয়ে যাবে, বলছেন প্রার্থীরা।
তবে এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংসদ সভাপতি মহুয়া দাসের। তবে জানা গিয়েছে, সংসদের কাছে এখনও এই রুটিন নিয়ে কোনও অভিযোগ আসেনি। তাই এখনই কোনও পরিবর্তনের কথা ভাবা হচ্ছে না। তারা ধরেই নিচ্ছে, জেইই (মেইন)-এর আগে একদিন ছুটি দিয়েই তারা সুবিধা করে দিয়েছে ছাত্রছাত্রীদের। কিন্তু অনেক বিজ্ঞানের ছাত্রছাত্রীরই স্ট্যাটিস্টিকস থাকে। সেদিকটা ভাবা হয়নি। প্রসঙ্গত, জেইই (মেইন)-এর দিন সরকারিভাবে ঘোষণা করা হবে নভেম্বর মাসে। তবে প্রথাগতভাবে এপ্রিল মাসের প্রথম রবিবার সেই পরীক্ষাটি হয়।
[left-sidebar]   

কোন মন্তব্য নেই: