আজ বিকেল, কলকাতা: যশোহর রোডে গাছ কাটার উপর স্থগিতাদেশ জারি রেখে বিশেষ কমিশন গড়ল কলকাতা হাইকোর্ট৷ যশোহর রোডে গাছ কাটা হলে, বিকল্প গাছ লাগানোর ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতেই এই কমিশন গঠন করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷ আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ছিল যশোহর রোড মামলার শুনানি৷ সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর রাজ্যের দেওয়া বিকল্প প্রস্তাব খতিয়ে দেখেতে বিশেষ কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়৷তবে, কমিশনের সমস্ত খরচ বহন করতে হবে মামলাকারীদের৷ বিকল্প প্রস্তাবের খতিয়ে দেখতে 'স্পেশাল অফিসার' নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট। খরচ বাবদ ৩০ হাজার টাকা দিতে হবে মামলাকারীদেরই৷ খবর আদালত সূত্রে৷
যশোহর রোড সম্প্রসারণের জেরে রাস্তার দু'ধারের ৪০৩৬টি গাছ কাটার আশঙ্কা প্রকাশ করে গত মার্চে দায়ের হয় দু’টি জনস্বার্থ মামলা৷ মামলার পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যায় যশোহর রোডের গাছ কাটার প্রক্রিয়া৷ গাছ কাটা হলে পরিবেশের উপর প্রভাব পড়তে পারে বলেও মামলাকারীদের তরফে আদালতে জানানো হয়৷ যশোহর রোডে প্রাচীন গাছগুলি কাটা হলে বিকল্প ব্যবস্থা জানিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে রাজ্যকে নির্দেশ দেয় আদালত৷ আদালতের নির্দেশ বিকল্প গাছ লাগানোর বিষয়ে একটি রিপোর্টও পেশ করে রাজ্য৷ রাজ্যের দেওয়ার বিকল্প প্রস্তাব খতিয়ে দেখতে আজ, মঙ্গলবার বিশেষ কমিশন গঠন করে আদালত৷ কমিশনের রিপোর্টের ভিত্তিতেই আদালত পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন পরিবেশ কর্মীরা৷
এদিনের এই ঘোষণার পর রঞ্জিত শূর মন্তব্য করেন, ‘‘যশোর রোড গাছ কাটা বিরোধী মামলায় ‘সত্যানুসন্ধানে’ ও ‘স্পেশাল অফিসার’ নিয়োগ করল কলকাতা হাইকোর্ট। খরচ বাবদ ৩০ হাজার টাকা দিতে হবে মামলাকারীদেরই! পরবর্তী শুনানি ৪ আগস্ট।’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন